• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফাইনালের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া


ক্রীড়া ডেস্ক মার্চ ৪, ২০২৫, ০২:৪৫ পিএম
ফাইনালের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ঢাকা: বিশ্বক্রিকেটে সবচেয়ে বড় ম্যাচ, অনেকেই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচকে এমনটি বলে থাকেন। মঙ্গলবার হাইভোল্টেজ সেই ম্যাচ; আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়েছে অস্ট্রেলিয়ার। টস জিতেছেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। এরপরই তিনি জানিয়ে দিয়েছেন, আগে ব্যাটিং করবে অস্ট্রেলিয়া।

ওয়ানডেতে দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াই হয়েছিল ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে। ওই ম্যাচে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে (১৩৭) ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া।

ভারতের সম্ভাব্য একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ ইয়াদব, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।

অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: 
কলোনি, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জস ইংলিস (উইকেটরক্ষক), এলেক্স ক্যারি , গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তানভির সাঙ্গা।

এআর

Wordbridge School
Link copied!