• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

টি-টোয়েন্টি থেকে বাদ রিজওয়ান-বাবর, ওয়ানডেতে শাহিন


ক্রীড়া ডেস্ক মার্চ ৪, ২০২৫, ০৭:৩৬ পিএম
টি-টোয়েন্টি থেকে বাদ রিজওয়ান-বাবর, ওয়ানডেতে শাহিন

ঢাকা:  চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। পাঁচ ম্যাচের টি-২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। 

ওই সফরের টি-২০ সিরিজ থেকে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সাবেক অধিনায়ক বাবর আজমকে বাদ দেওয়া হয়েছে। সালমান আঘাকে টি-২০’র নেতৃত্বভার দেওয়া হয়েছে। 

টি-২০ থেকে বাদ পড়লেও রিজওয়ান ও বাবর ওয়ানডে সিরিজের দলে আছেন। এর মধ্যে রিজওয়ানকে অধিনায়কের দায়িত্বে রাখা হয়েছে। তবে ওয়ানডে সিরিজে নেই বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। 

পাকিস্তান আগামী ১৬ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। পাকিস্তানের টি-২০ দলে ডাক পেয়েছেন হাসান নওয়াজ, ওমাইর ইউসুফ, ইরফান নিয়াজি, সুফিয়ান মুকিম ও বিপিএল খেলে যাওয়া জাহানদাদ খান। 

ওয়ানডে সিরিজে রাখা হয়েছে বিপিএল মাতিয়ে যাওয়া বাঁ-হাতি পেসার আকিফ জাভেদকে। মোহাম্মদ আলী ও ইরফান নিয়াজিও আছেন ওয়ানডে দলে। 

পেসার হারিস রউফকে বাদ দেওয়া হয়েছে। ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করা টপ অর্ডার ব্যাটার সাঈম আইয়ূব ফেরেননি এই সিরিজেও।

পাকিস্তানের টি-২০ দল: 
হাসান নওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আব্দুল সামাদ, সালমান আঘা, ইরফান নিয়াজি, খুশদীল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান। 

পাকিস্তানের ওয়ানডে দল: 
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আঘা, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ,  আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম উল, খুলদীল শাহ, মোহাম্মদ আলী, ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তাইয়েব তাহির।

এআর

Wordbridge School
Link copied!