• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে


ক্রীড়া ডেস্ক মার্চ ৮, ২০২৫, ০১:২২ পিএম
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

ঢাকা: আগামী ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। সহ আয়োজক হিসেবে থাকবে মেক্সিকো ও কানাডা। তবে বিশ্বকাপ ঘিরে এখনই উন্মাদনা বাড়তে শুরু করেছে ফুটবলপ্রেমিদের মনে। 

যদিও প্রতিবেশী মেক্সিকো ও কানাডার ওপর শুল্কারোপ করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে দাবি করেছেন ট্রাম্প। 

যা নিয়ে আন্তর্জাতিক মহলে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এই অবস্থায় বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের জন্য কি অপেক্ষা করছে সেটা নিয়ে সন্দিহান অনেকেই।

অবশ্য তাদের কিছুটা অবাকই এবার করেছেন ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তার জন্য গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান হয়েছেন তিনি। 

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তবে টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ করা হবে।

শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাক্ষাতের দিনে এই টাস্কফোর্স গঠন করেন  ট্রাম্প।

সম্প্রতি শুল্কারোপ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়লেও সেটাকে ভালোভাবেই নিচ্ছেন ট্রাম্প। তার মতে, এতে বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়বে, আমার মতে, এটা ব্যাপারটাকে আরও উত্তেজনাময় করে তুলবে। এদিকে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করতে পারাকে ‘দেশের জন্য দারুণ সম্মানের বিষয়’ বলেই মনে করেন ট্রাম্প।

টাস্কফোর্স নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, টাস্কফোর্সের কাজ হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রত্যেক সমর্থক যেন নিজেদের নিরাপদ ও সুখী ভাবার পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি, সেটাও ভাবেন, তা নিশ্চিত করা। আমরা এখানে এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই বলেও জানিয়েছেন ইনফান্তিনো।

এআর

Wordbridge School
Link copied!