• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদের পর আসছে জিম্বাবুয়ে


ক্রীড়া ডেস্ক মার্চ ৮, ২০২৫, ০৭:৪১ পিএম
ঈদের পর আসছে জিম্বাবুয়ে

ঢাকা: চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর এখন বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ততা ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে। পুরো মার্চজুড়ে এই টুর্নামেন্টে খেলবেন তারা। এরপর বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততা শুরু হবে জিম্বাবুয়েকে দিয়ে।

আগামী মাসে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। তবে এই সিরিজের কোনো ম্যাচ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে না। আজ বিসিবির দেওয়া সূচি অনুযায়ী দুটি ম্যাচের একটি সিলেট ও অন্যটি হবে চট্টগ্রামে।

আগামী ১৫ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি ২০ এপ্রিল থেকে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৮ এপ্রিল থেকে ২ মে দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় এই সিরিজটি। ২০২০ সালের পর প্রথমবার দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। দেশে শেষ দেখায় জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ২০২১ সালে হারারেতে আরেকটি টেস্ট খেলে দুই দল। সেই ম্যাচে বাংলাদেশ জেতে ২২০ রানে।

এআর

Wordbridge School
Link copied!