• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘জিম্বাবুয়ের সঙ্গে খেলে ভক্তদের চোখে ধুলো দিতে পারবে বাংলাদেশ’


ক্রীড়া ডেস্ক মার্চ ১১, ২০২৫, ০৫:৩৪ পিএম
‘জিম্বাবুয়ের সঙ্গে খেলে ভক্তদের চোখে ধুলো দিতে পারবে বাংলাদেশ’

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরও শান্তদের জবাবদিহিতার কোনো বালাই নেই। দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)। উল্টো ব্যর্থ এক মিশন শেষে দেশে ফিরতে না ফিরতেই নতুন চুক্তির পুষ্পমাল্য দেওয়া হয়েছে তাদের।

ঈদের পর দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে। জাতীয় দলের পারফরম্যান্সের গ্রাফ যখন তলানির দিকে যায়, তখন জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের মতো অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিপক্ষে খেলে ক্রিকেটপ্রেমীদের চোখে ধুলো দেওয়ার অভিযোগ এর আগেও উঠেছে।

এবার জাতীয় দলের সাবেক ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখও একই কথা বলেছেন। সোমবার (১০ মার্চ) এক ফেসবুক পোস্টে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট দলকে ধুয়ে দিয়ে তিনি লিখেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারণী পর্যায়ে যারা আছেন, তাদের কাউকে বিচারের আওতায় আনা হবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) একইভাবে চলছে। আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলে ভক্তদের চোখে ধুলো দিতে পারবে।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ও পাকিস্তান বিদায় নেওয়ার পরও বিসিবি ও পিসিবির ওপর ক্ষোভ ঝেড়েছিলেন মহসিন। বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক তখন ফেসবুকে লিখেছিলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম একই! শুরু থেকেই দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহির অভাব। 

যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু কারও কাছে তারা দায়বদ্ধ নন। দেশীয় ক্রিকেট কাঠামো ধসে পড়লেও সমাধানের কোনো উদ্যোগ নেই।’

এআর

Wordbridge School
Link copied!