• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে


ক্রীড়া ডেস্ক মে ৬, ২০২৫, ০৭:৩৬ পিএম
পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

ঢাকা: জাতীয় দলের হয়ে অসংখ্য কীর্তি গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এখন ক্যারিয়ারের একেবারে সায়াহ্নে এসে উপস্থিত হয়েছেন তিনি।

এরমধ্যেই সন্তানকে নিয়ে পেয়েছেন সুখবর। পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ডাক পেয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র ক্রিস্তিয়ানো দস সান্তোস।

বিভিন্ন কারণে পাঁচটি দেশে খেলার সুযোগ ছিল তার। তবে ১৪ বছর বয়সী রোনালদো পুত্র পিতৃভূমির হয়েই গড়তে যাচ্ছেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার। 

ক্রিস্টিয়ানো দস সান্তোস যিনি ক্রিস্টিয়ানো জুনিয়র নামেই পরিচিত বর্তমানে খেলছে সৌদি ক্লাব আল নাসরের বয়সের ভিত্তিক দলে। এর আগে বাবার সাবেক দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের বয়সভিত্তিক দলেও খেলেছিল রোনালদোপুত্র।

পর্তুগালের বয়সভিত্তিক দলের ক্রিস্টিয়ানো জুনিয়র খেলবে ভ্লাটকো মারকোভিচ টুর্নামেন্টে। ক্রোয়েশিয়ায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত। যেখানে পর্তুগালের যুব দল খেলবে জাপান, গ্রিস এবং ইংল্যান্ডের বিপক্ষে।

সাম্প্রতিক সময়ে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন ক্রিস্টিয়ানো জুনিয়র। কদিন আগে গোল করে বাবার মতো ‘সিউ’ উদ্‌যাপন করে হয়েছিলেন সংবাদের শিরোনামও।

আল নাসরের যুব দলে করা পারফরম্যান্সই হয়তো পর্তুগালের বয়সভিত্তিক দলে সুযোগ করে দিয়েছে তাকে। এখন বাবার পথ ধরে দারুণ কিছু করে পর্তুগাল জাতীয় দলে ক্রিস্টিয়ানো জুনিয়র সুযোগ করে নিতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।

এআর

Wordbridge School
Link copied!