• ঢাকা
  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

এসি মিলানকে হারিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোনিয়ার


ক্রীড়া ডেস্ক মে ১৫, ২০২৫, ১১:৪৩ এএম
এসি মিলানকে হারিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোনিয়ার

ঢাকা:  রোমের জমজমাট ফাইনালে ইতিহাস গড়লো বোলোনিয়া। সুইস তারকা ড্যান এনদোয়ের একমাত্র গোলে তারা ১-০ ব্যবধানে পরাজিত করলো এসি মিলানকে, আর তাতে করে কাটলো ক্লাবের দীর্ঘ ৫১ বছরের শিরোপা খরা।

চোটের কারণে শেষ চার ম্যাচে না খেলা এনদোয়ে সময়মতো ফিট হয়ে ওঠেন ফাইনালের জন্য এবং কোচের আস্থার প্রতিদান দিলেন ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে।

ম্যাচের ৫৩তম মিনিটে তিনি মিলান রক্ষণভাগের একটি ট্যাকল সফলভাবে ঠেকিয়ে বল কন্ট্রোল করেন, দুই দিক ঘুরিয়ে প্রতিপক্ষকে ছিটকে দেন এবং ঠান্ডা মাথায় নিখুঁত ফিনিশে বল জালে জড়ান।

২৪ বছর বয়সী এনদোয়ের এই পারফরম্যান্সে তার বাজারমূল্য এখন ২৫ মিলিয়ন ইউরো ছুঁয়েছে বলে মনে করা হচ্ছে। 

পুরো মৌসুমজুড়েই দুর্দান্ত খেলে আসা এই ফরোয়ার্ড বোলোনিয়াকে এনে দিলেন ১৯৭৪ সালের পর প্রথম ট্রফি। 

এর আগে ক্লাবটি কাপ জিতেছিল ১৯৭০ ও ১৯৭৪ সালে। আর সিরি আ’তে তাদের শেষ শিরোপা এসেছিল আরও পেছনে, ১৯৬৪ সালে।

মিলান এই ম্যাচে নিজেদের রক্ষণে যথেষ্ট ভুল করেছে এবং সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। এর আগের সপ্তাহে তারা অবশ্য চ্যাম্পিয়নশিপে বোলোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল, তবে তখন তারা শেষ মুহূর্তে তিনটি গোল করেছিল।

এআর

Wordbridge School
Link copied!