• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উত্তরায় সিঙ্গাপুর দলের অনুশীলন


ক্রীড়া ডেস্ক জুন ৮, ২০২৫, ০৩:২৮ পিএম
উত্তরায় সিঙ্গাপুর দলের অনুশীলন

ঢাকা: এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে শনিবার রাতে ঢাকায় পা রেখেছে সিঙ্গাপুর। 

২৩ ফুটবলারের সঙ্গে ১৯ জনের টেকনিক্যাল স্টাফ ও কর্মকতা, ৪২ জনের বড় একটি বহর নিয়ে ঢাকায় এসেছে সিঙ্গাপুর দল। 

হোটেলে কয়েক ঘণ্টার বিশ্রাম নিয়ে আজই অনুশীলনে নামবে তারা।

তবে ম্যাচের মূল ভেন্যু জাতীয় স্টেডিয়ামে নয় বিকেল ৪টা থেকে উত্তরা আর্মড পুলিশ মাঠে অনুশীলন করবে সিঙ্গাপুর দল।

ক্লোজড ডোর ট্রেনিং থাকায় সেখানে মিডিয়ার উপস্থিতি নিষেধ করা হয়েছে। বাংলাদেশ দলও রুদ্ধদ্বার অনুশীলন রেখেছে আজ। 

হামজাদের অনুশীলন হবে বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারোনায়। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সোমবার অবশ্য মূল ভেন্যুতে গিয়ে অনুশীলনের সুবিধা পাবে দুই দল।

২০২৭ সালের এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য মঙ্গলবারের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। গ্রুপ ‘ সি’তে বাংলাদেশ সহ অনান্য দলগুলোর মধ্যে রয়েছে ভারত, সিঙ্গাপুর ও হংকং। যেখানে গ্রুপের শীর্ষ দলটিই এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। এই গ্রুপে প্রতিটি দলই একটি করে ম্যাচ খেলেছে। 

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মাটিতে সুনীল ছেত্রীদের বিপক্ষে ড্র করেছে হামজারা। সিঙ্গাপুর আর হংকংয়ে ম্যাচটিও ড্র হয়েছিল। 

তাই চারটি দলই গ্রুপে একটি করে পয়েন্ট পেয়েছে। আগামী ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। ১৮ নভেম্বর ফিরতি ম্যাচ খেলতে ভারতীয় দল ঢাকা আসবে। এরপর আগামী বছরের ৩১ মার্চ এই সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাঠে খেলতে যাবেন হামজরা।

এআর

Wordbridge School
Link copied!