• ঢাকা
  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

নিসাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশের হতাশার দিন


ক্রীড়া ডেস্ক জুন ১৯, ২০২৫, ০৬:২৯ পিএম
নিসাঙ্কার সেঞ্চুরিতে বাংলাদেশের হতাশার দিন

ঢাকা: পাথুম নিসাঙ্কার ক‍্যারিয়ার সেরা ইনিংসে তৃতীয় দিন ঘুরে দাড়িয়েছে শ্রীলঙ্কা। এখনও শতরানে পিছিয়ে থাকলেও বাংলাদেশের বিপক্ষে লিডের আশা জাগিয়েছে স্বাগতিকরা।

১৫ মিনিট আগে শুরু দিনটা শ্রীলঙ্কা শেষ করেছে ৪ উইকেটে ৩৬৮ রান তুলে। এর আগে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৯৫ রানে।

শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ৪৭ রানে। অভিষিক্ত লঙ্কান ওপেনার লাহিরু উদারাকে ফিরতি ক্যাচ নিয়ে ফেরান তাইজুল ইসলাম। এরপর দিনেশ চান্ডিমালকে (৫৪) নিয়ে দ্বিতীয় উইকেটে ১৫৭ রান যোগ করেন আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা। 

নাঈম হাসান চান্ডিমালকে আউট করার পর বিদায়ী টেস্ট খেলা অ্যাঞ্জেলো ম্যাথুসকে নিয়ে ৮৯ রান যোগ করেন নিশাঙ্কা।

অনিয়মিত স্পিনার মুমিনুল হকের হঠাৎ লাফিয়ে ওঠা বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়ে ফেরেন ম্যাথিউজ (৩৯)। এরপর ফিরেছেন ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগানো নিশাঙ্কা। 

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান ফিরেছেন হাসান মাহমুদলের বলে বোল্ড হয়ে ক্যারিয়ার সর্বোচ্চ ১৮৭ রান করে। 

বাংলাদেশ নতুন বল নিয়ে প্রথম ওভারেই পেয়ে যায় নিশাঙ্কার উইকেট। এরপর দিনের শেষকটি ওভার কাটিয়ে দিয়েছেন কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা।

আগামীকাল চতুর্থ দিনের খেলাও শুরু হবে ১৫ মিনিট আগে, সকাল সোয়া ১০টায়।

এআর

Wordbridge School
Link copied!