ঢাকা : আরও একবার মাঠে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ইন্টার মিয়ামির জার্সি গায়ে বুধবার রাতে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ ব্যবধানে হারিয়ে গুরুত্বপূর্ণ এক জয় এনে দিয়ে মেসি।
মিয়ামির এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে। অন্যদিকে নিউ ইংল্যান্ড টানা দ্বিতীয় ম্যাচে হারলো এবং সর্বশেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি।
ম্যাচে মেসির প্রথম গোল আসে ২৭ মিনিটে। নিউ ইংল্যান্ডের ডিফেন্স বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বক্সে ঢুকে দ্রুতগতির শটে দলকে ১-০ তে এগিয়ে নেন মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকর দ্বিতীয় গোল করেন ৩৮ মিনিটে। এবার তাকে অ্যাসিস্ট করেন সার্জিও বুসকেটস।
বুসকেটস মাঝমাঠ পার হয়ে দুই নিউ ইংল্যান্ড ডিফেন্ডারকে পাশ কাটিয়ে একটি নিখুঁত পাস দেন মেসির দিকে। মেসি বলটি দৌড়ে ধরে নিখুঁতভাবে পোস্টের পাশ দিয়ে জালে পাঠান।
নিউ ইংল্যান্ড ম্যাচের ৭৯ মিনিটে ব্যবধান কমায়। কার্লেস গিল বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে মিয়ামির গোলরক্ষক অস্কার উস্তারিকে পরাস্ত করেন।
ম্যাচের বাকি সময় এবং অতিরিক্ত ৫ মিনিটে উস্তারি ও মিয়ামির রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। যে কারণে আর গোল পায়নি নিউ ইংল্যান্ড।
পিএস







































