• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশের টার্গেট ১৩৩ রান


ক্রীড়া ডেস্ক: জুলাই ১৬, ২০২৫, ০৯:২১ পিএম
বাংলাদেশের টার্গেট ১৩৩ রান

ঢাকা : শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৩২ রানে করে। এতে করে জিততে হলে বাংলাদেশকে ১৩৩ রান করতে হবে।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে কলম্বোতে টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সংগত কারণেই বাংলাদেশকে ফিল্ডিং করতে হয়েছে।

শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান করে। ফলে বাংলাদেশকে জয়ের জন্য করতে হবে ১৩৩ রান। 

শরিফুল ইসলামের প্রথম ওভারের শেষ বলে ছক্কা হাকাতে চেয়েছিলেন কুশল মেন্ডিস। কিন্তু ডিপ স্কয়ার লেগে হয়ে যায় তাওহিদ হৃদয়ের ক্যাচ।

পরের ওভারে আঘাত হানেন শেখ মেহেদী। তার ঘূর্ণিতে স্লিপে তানজিদ হাসান তামিমকে ক্যাচ দেন কুশল পেরেরা, ফেরেন গোল্ডেন ডাকে। ১৯ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা।

ইনিংসের পঞ্চম এবং মেহেদী নিজের দ্বিতীয় ওভারে তুলে নেন দিনেশ চান্দিমালকে। শেখ মেহেদী নিজের পরের ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন চারিথ আসালাঙ্কাকে। লঙ্কান অধিনায়ক ৮ বল খেলে করতে পারেন মাত্র ৩ রান।

বাংলাদেশের এই এই অফস্পিনার নিজের শেষ ওভারেও উইকেট পেয়েছেন। ইনিংসের ১১তম ওভারে তিনি নিজেই ক্যাচ নিয়ে ফিরিয়েছেন একপ্রান্ত ধরে লড়াই করতে থাকা নিশাঙ্কাকে। 

এরপর শামীম পাটোয়ারীর বলে কামিন্দু মেন্ডিস রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে তানজিম সাকিবের দুর্দান্ত ক্যাচ হন।

শ্রীলঙ্কা শেষদিকে দাসুন শানাকার ব্যাটে লড়াই করার মতো পুঁজি পেয়েছে। শানাকা ২৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় করেন অপরাজিত ৩৫।

শেখ মেহেদী ১১ রানের বিনিময়ে নেন ৪টি উইকেট। একটি করে উইকেট শরিফুল, মোস্তাফিজুর রহমান আর শামীম পাটোয়ারীর।

পিএস

Wordbridge School
Link copied!