ঢাকা: পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে রেকর্ড গড়েছেন মোস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দিয়ে বাংলাদেশি বোলার হিসেবে রেকর্ড গড়েন।
মোস্তাফিজুর রহমান এদিন ৪ ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এর আগে লেগ স্পিনার রিশাদ হোসেন, পেস বোলার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।
শুধু তাই নয়, এদিন আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে নিজের ১১০তম ম্যাচে ১৩৮তম উইকেট শিকার করেন মোস্তাফিজ।
দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে ১১২ ম্যাচ খেলে ১৭৫ উইকেট শিকার করেন কাটারমস্টার। টেস্টের লাল বলে ১৫ ম্যাচে শিকার করেন ৩১ উইকেট।
তবে টি-টোয়েন্টিতে সবমিলে ২৮৭ ম্যাচে মোস্তাফিজ শিকার করেন ৩৫৯ উইকেট।
এআর







































