ঢাকা: সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ। ২৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের চতুর্থ জয়। ১৬তম ওভারের তৃতীয় বলে সালমান মির্জাকে চারে মেরে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন জাকের আলী।
শ্রীলঙ্কার মাটিতে ইতিহাসগড়া টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আজ পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নিজেদের মাঠে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। দারুণ বোলিংয়ে এদিন সফরকারীদের স্রেফ ১১০ রানে গুটিয়ে দেন বোলাররা।
রান তাড়ায় নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। লিটন দাসও টিকতে পারেননি বেশিক্ষণ। ১ রানে বিদায় নেন স্বাগতিক অধিনায়ক। তবে তৃতীয় উইকেটে দারুণ জুটি গড়ে এই ধাক্কা সামলে নেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। ৬২ বলে ৭৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তারা।
ত্রয়োদশ ওভারে হৃদয়কে বোল্ড করে এই জুটি ভাঙেন আব্বাস আফ্রিদি। ৩৭ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৬ রান করে বিদায় নেন বাংলাদেশি ব্যাটার। এরপর জাকেরকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সেরে ফেলেন ইমন।
৩৪ বলে পঞ্চাশ পূর্ণ করে তিনি অপরাজিত থাকেন ৫৬ রানে। তার ৩৯ বলের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ৫ ছক্কায়। ১০ বলে ১৫ রানে অপরাজিত থাকেন জাকের আলি অনিক।
এআর







































