• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মর্মান্তিক সময়ে সিরিজ জয়ের হাতছানি 


ক্রীড়া ডেস্ক জুলাই ২২, ২০২৫, ০৩:৩৩ পিএম
মর্মান্তিক সময়ে সিরিজ জয়ের হাতছানি 

ঢাকা: মাইলস্টোনের ঘটনায় পাকিস্তানের ক্রিকেটাররাও ভীষণ মর্মাহত। মিরপুরে সিরিজ হার এড়ানোর লড়াইয়ের আগে কাল বিশ্রামের দিনটাতে তাদের ছুয়ে গেছে বিষাদ।

কষ্টটা বেশি বাংলাদেশের ক্রিকেটারদেরই। মর্মান্তিক এ দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন দলের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন। 

বিশ্রামের দিনটা প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছে সব ক্রিকেটারেরই। এমন ট্র্যাজেডির পর আজ রাষ্ট্রীয় শোকের দিনেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি এবং সেটা শোকসন্তপ্ত মন নিয়েই।

আজকের ম্যাচে দুই দলের ক্রিকেটাররা মাঠে নামবেন কালো আর্মব্যান্ড পরে, ম্যাচের আগে এক মিনিটের জন্য নীরব হবে শেরেবাংলা স্টেডিয়াম, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা, স্টেডিয়ামে থাকবে না কোনো গানবাজনা। এর আগে সকালে বিসিবি কার্যালয়ে কোরআন তিলাওয়াত এবং দোয়ার আয়োজনও করা হবে।

পরশুর প্রথম টি-টোয়েন্টি জেতায় এমন বিষাদের সময়েই বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা হয়ে উঠতে পারে সিরিজ জয়ের উপলক্ষ। আজ জিতলেই এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয় নিশ্চিত হবে লিটন দাসের দলের। অন্যদিকে প্রথম ম্যাচে হারায় পাকিস্তানের জন্য এই ম্যাচ হয়ে উঠেছে সিরিজে টিকে থাকার লড়াই।

শ্রীলঙ্কায় ২-১–এ টি-টোয়েন্টি সিরিজ জিতে আসার পর পাকিস্তানের বিপক্ষেও প্রথম ম্যাচে জয় আত্মবিশ্বাসী করে তুলেছে বাংলাদেশ দলকে। অথচ শ্রীলঙ্কা সফরের প্রথম ম্যাচ পর্যন্ত টানা ছয়টি টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ। গত মে মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর মিলিয়ে হারতে হয়েছিল টানা পাঁচ ম্যাচে। সেই হতাশা ভুলে শ্রীলঙ্কায় পাওয়া সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় অসম্ভব কিছু নয়।

সেটি হলে পরপর কমপক্ষে দুটি সিরিজ জেতার তৃতীয় কীর্তি গড়বে বাংলাদেশ দল। আগের দুই ক্ষেত্রেই অবশ্য বাংলাদেশ টানা জিতেছে তিনটি ও চারটি সিরিজ। ২০২১ সালে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে পরপর হারানোর পর ২০২২-২৩ মৌসুমে বাংলাদেশ টানা টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে।

এআর

Wordbridge School
Link copied!