• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জাকেরের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর  


ক্রীড়া ডেস্ক জুলাই ২২, ২০২৫, ০৮:০১ পিএম
জাকেরের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর  

ঢাকা: দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাকের আলীর লড়াকু ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেয়ে গেছে স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভার শেষে ১৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

সোমবার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার শোকের কাটেনি। তার আবহে আজ মাঠে নেমেছে দুই দল। ম্যাচের শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়রা। কালো ব্যাজ পরে খেলতে নামেন সবাই। 

টস জিতে ফিল্ডিং নেয় পাকিস্তান। তবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে ৩ রানে ফিরেন নাঈম শেখ। এরপর লিটন, হৃদয় ও পারভেজও খুব দ্রুত ফেরেন সাজঘরে। পাওয়ার প্লেতেই বাংলাদেশের রান হয় মাত্র ২৯, ততক্ষণে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।

এরপর জাকের আলী আর মেহেদী হাসান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। পঞ্চম উইকেটে দুজনে মিলে যোগ করেন ৫৩ রান, যা পাকিস্তানের বিপক্ষে এই উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ। মেহেদী ২৫ বলে ৩৩ রান করে ছক্কা মারার পরের বলেই আউট হয়ে যান।

তবে জাকের আলী একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান। শামীম, তানজিম, রিশাদ ফিরলেও তিনি শেষ পর্যন্ত লড়াই করে যান। শেষ ওভারে দুটি ছক্কা মারেন আব্বাস আফ্রিদির বলে। ছক্কা মেরেই তিনি পৌঁছান নিজের ফিফটিতে। শেষ বলে ছক্কা মারতে গিয়ে আউট হন ৫৫ রান করে।

বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ১৩৩ রানে। পুরো ইনিংসে কেবল জাকের ছাড়া কেউ বড় ইনিংস খেলতে পারেননি।

এআর

Wordbridge School
Link copied!