• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা

বার্সেলোনার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড


ক্রীড়া ডেস্ক জুলাই ২৬, ২০২৫, ০৩:৫০ পিএম
বার্সেলোনার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকাহত পুরো দেশ। 

ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো থামছে না মৃত্যুর মিছিল। সব মিলিয়ে শনিবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু।

মর্মান্তিক এ ঘটনার পর ২৩ জুলাই এক চিঠিতে শোক প্রকাশ করেছিল লা লিগার কাতালান ক্লাব বার্সেলোনা। সেই ধারাবাহিকতায় এবার শোক জানিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে শোক জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার ক্লাবটি।

বিবৃতিতে ইউনাইটেডের পক্ষ থেকে লেখা হয়, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাই। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’

এর আগে একই ঘটনায় বাংলাদেশে বার্সার অফিশিয়াল সমর্থকগোষ্ঠী ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’কে পাঠানো চিঠিতে শোক প্রকাশ করে কাতালান ক্লাবটি।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘সম্প্রতি ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’ চিঠিটি পাওয়ার কথা নিশ্চিত করেছেন এই সমর্থকগোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা কামরুল হাসান।

মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এর আগে শোক প্রকাশ করেছিল দেশের ক্রীড়াঙ্গনও। ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি দলীয়ভাবেও শোক করা হয়। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর নিহত ব্যক্তিদের উদ্দেশ্যে ট্রফি উৎসর্গ করেন বাংলাদেশের মেয়েরা। 

একইভাবে শোক জানানোর পাশাপাশি বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির টিকিট বিক্রির অর্থ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মানবিক সহায়তায় প্রদান করার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এআর

Wordbridge School
Link copied!