• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রেস ওয়ানে মারাত্মক দুর্ঘটনায় আহত বাংলাদেশি চ্যাম্পিয়ন রেসার


ক্রীড়া ডেস্ক জুলাই ২৬, ২০২৫, ০৪:৫৮ পিএম
রেস ওয়ানে মারাত্মক দুর্ঘটনায় আহত বাংলাদেশি চ্যাম্পিয়ন রেসার

ঢাকা: বাংলাদেশের আন্তর্জাতিক মোটরস্পোর্টসের পথপ্রদর্শক ও চ্যাম্পিয়ন অভিক আনোয়ার মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে রেস-১ চলাকালে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। 

শনিবার (২৬ জুলাই) এই দুর্ঘটনাটি ঘটে।

৩৯ বছর বয়সী এই রেসার বাংলাদেশকে বিশ্ব মোটরস্পোর্টস মানচিত্রে ভিন্নভাবে তুলে ধরেছেন। বর্তমানে তিনি সার্কিটের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

দুর্ঘটনার খবরটি আনোয়ারের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানানো হয়, যা তার টিম পরিচালনা করে। 

পোস্টে জানানো হয়েছে, ‘অভিকের গাড়ি রেস-১ চলাকালে সেপাং সার্কিটে একটি মারাত্মক দুর্ঘটনায় পড়ে। তিনি বর্তমানে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন।’

দুর্ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। তবে মোটরস্পোর্টস কমিউনিটি এবং ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শুভকামনা ও দোয়া জানাচ্ছেন অভিকের জন্য।

দুর্ঘটনার দিন সকালে অভিক নিজেই এক আশাবাদী পোস্ট দিয়েছিলেন, ‘গতকালের কোয়ালিফাইংয়ে আমি পি৪ (চতুর্থ) অবস্থান নিশ্চিত করেছি। 

টার্ন ৫ ও ৬-এ হঠাৎ গাড়ি স্লিপ করে, কিন্তু ইনশাআল্লাহ আজ বাংলাদেশের জন্য পডিয়ামের জন্য লড়ব!’

কোয়ালিফাইংয়ে চ্যালেঞ্জ সত্ত্বেও তার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ছিল। কিন্তু অপ্রত্যাশিত দুর্ঘটনায় এখন তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে।

অভিক আনোয়ার বাংলাদেশের মোটরস্পোর্টস জগতে একজন অগ্রপথিক। তিনি ১৩০টিরও বেশি প্রফেশনাল রেসে অংশ নিয়েছেন এবং বহুবার পডিয়ামে উঠেছেন। রেসিং ট্র্যাকে তার পারফরম্যান্স বাংলাদেশের পতাকাকে বিশ্বদরবারে গর্বের সঙ্গে তুলে ধরেছে।

এআর

Wordbridge School
Link copied!