• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বছরের শেষ গ্র্যান্ডস্লাম শুরু আজ


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৪, ২০২৫, ০৩:৫৮ পিএম
বছরের শেষ গ্র্যান্ডস্লাম শুরু আজ

ঢাকা: বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনের মূল পর্ব শুরু হচ্ছে রোববার (২৪ আগস্ট)। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউ ইয়র্কে শুরু হবে টেনিসের এ মহোৎসব।

কোর্টের লড়াই শুরুর আগে অবশ্য এবারের ইউএস ওপেন প্রাইজমানির দিক দিয়ে গড়েছে নতুন রেকর্ড। এটিই জানান দিচ্ছে এবারের প্রতিযোগিতা কতটা হাইভোল্টেজ হতে যাচ্ছে।

ইউএস ওপেনে পুরুষ এককে পরিষ্কার ফেভারিট বর্তমান চ্যাম্পিয়ন সিনার। তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আলকারাজ, নোভাক জকোভিচের মতো তারকারা। 

আগের সেই ধার না থাকলেও ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি জকোভিচের সামনে। নারী এককে বর্তমান চ্যাম্পিয়ন আরিয়ানা সাবালেঙ্কাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের কোকো গফ। 

স্বাগতিক দর্শকের সমর্থন পাবেন তিনি। পোলিশকন্যা ইগা সোয়াতেকও আছেন ফেভারিটের তালিকায়।

কোর্টের লড়াই শুরুর আগেই এবারের ইউএস ওপেন প্রাইজমানির দিক দিয়ে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। পুরো আসরের প্রাইজমানি ৯ কোটি মার্কিন ডলার; যা কোনো গ্র্যান্ডস্লামের মধ্যে সর্বোচ্চ। 

গতবছর প্রাইজমানি ছিল সাড়ে সাত কোটি ডলার। ২০২৪ সালে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিল ৩৬ লাখ ডলার। এবার তা ৫০ লাখ ডলার করা হয়েছে।

গত সপ্তাহে সিনসিনাটি ওপেনে খেলতে গিয়ে চোটে পড়েন নাম্বার ওয়ান টেনিস তারকা সিনার। এখনও পুরোপুরি ফিট হতে পারেননি, সেটা শুক্রবার জানিয়েছেন। তবে ইউএস ওপেনের ট্রফি ধরে রাখতে মানসিকভাবে তৈরি আছেন বলে জানান তিনি, ‘শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি। 

আপনি জানতে চেয়েছেন আমি শতভাগ সুস্থ কিনা? না। তবে আমার খেলা শুরু হতে দুদিন সময় থাকায় আশা করি, পুরোপুরি ফিট হতে পারব।’ 

আগামীকাল প্রথম রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ভিট কোপরিভার মুখোমুখি হবেন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন সিনার।

সিনারের সঙ্গে এবারের ইউএস ওপেনে পুরুষ এককে স্পটলাইটে স্পেনের আলকারাজ। গ্র্যান্ডস্লামে তাদের পাঁচবারের সাক্ষাতে এই বছরই দুটি ফাইনালে দেখা হয়েছিল। আলকারাজ রোলা গাঁরোতে এবং সিনার উইম্বলডনে জিতেছেন। নারী এককে সবার চোখ থাকবে আরিয়ানা সাবালেঙ্কার দিকে। 

শিরোপা ধরে রাখতে আত্মবিশ্বাসী তিনি। সেরেনা উইলিয়ামসের পর ব্যাক টু ব্যাক ইউএস ওপেনের ট্রফি জয়ের হাতছানি তার সামনে। 

২০১২ থেকে ২০১৪- টানা তিনবার মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম জিতেছিলেন সেরেনা। চ্যাম্পিয়ন হওয়ায় কিছুটা চাপ অনুভব করছেন নারী এককের শীর্ষ বাছাই এ বেলারুশ তারকা, ‘আমি মনে করি এটা (শিরোপা ধরে রাখা) অনেক চাপ। সম্ভবত বর্তমান চ্যাম্পিয়ন এখানে এলে শিরোপা ধরে রাখার চাপ অনুভব করেন, যেটা আমি করছি।’

এআর

Wordbridge School
Link copied!