• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফেসবুকে বাংলাদেশ দল ঘোষণা করে নেপাল যাত্রা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২৫, ০২:৫৩ পিএম
ফেসবুকে বাংলাদেশ দল ঘোষণা করে নেপাল যাত্রা

ঢাকা: নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।  

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিল দুপুর দেড়টায়। বাংলাদেশ ফুটবল দল ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটের অপেক্ষায় ছিল।

তখন বিমান বাংলাদেশ থেকে জানানো হয় ফ্লাইট বিলম্ব হয়ে সন্ধ্যা ৭টায় নির্ধারিত হয়েছে। নতুন ফ্লাইটসূচির বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে বাফুফে। 

ফ্লাইট বিলম্ব হওয়ায় এখন বিমানবন্দরেই আরও পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হবে ফুটবল দলকে। এই বিড়ম্বনার ফলে আজ বাংলাদেশ দলের নেপালে অনুশীলন করার আর কোনো সুযোগ নেই। 

এমনকি হোটেলেও রিকভারি সেশন করার সময় সেই অর্থে থাকবে না। ৬ সেপ্টেম্বর কাঠমান্ডুতে প্রথম ম্যাচ খেলবেন জামালরা। পরবর্তী ম্যাচ ৯ সেপ্টেম্বর। 

নেপাল সফর নিয়ে বাংলাদেশ দলের বিচিত্র অভিজ্ঞতা রয়েছে। এক যুগ আগে প্রীতি ম্যাচ খেলার জন্য রওনা হয়েছিল বাংলাদেশ দল। সেদিন ফ্লাইট বিড়ম্বনায় তাদের আর বিমানে চড়া হয়নি। 

এআর

Wordbridge School
Link copied!