ঢাকা : এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরে ভারতে বসবে হকি বিশ্বকাপের আসর।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ভারতের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সের বিহার ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে কাজাখস্তানকে হারায় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে আশরাফুল ইসলামের গোলেই লিড নেয় দল। এরপর দ্বিতীয় কোয়ার্টারে রোমান সরকার ও পেনাল্টি থেকে আরও দুটি গোল করে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।
তৃতীয় কোয়ার্টারে আবারও গোল করেন রোমান সরকার, পরে তায়েব আলী পঞ্চম গোল করে কাজাখস্তানের জয়ের আশা শেষ করে দেন। যদিও ম্যাচের ৩৭ মিনিটে একটি গোল শোধ করতে সক্ষম হয় কাজাখস্তান। তবে শেষ কোয়ার্টারে আর কোনো গোল হয়নি।
এই জয়ের ফলে এশিয়া কাপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থেকে বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।
পিএস







































