• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:৫৪ এএম
ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

ঢাকা : ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার (৫ সেপ্টেম্বর) লাভবোরোর হেসলেগ্রেভ গ্রাউন্ডে ইংল্যান্ডকে ২০৫ রানে অলআউট করে ৮৭ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।

শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে রিজান ও আলীনের ১৪৮ রানের জুটি বাংলাদেশকে বড় স্কোরের ভিত গড়ে দেয়। ৮৪ বলে ৬৮ রান করে আউট হন আলীন। অন্যপ্রান্তে দাঁড়িয়ে ১০১ বলে দুর্দান্ত ১০০ রান করে সাজঘরে ফেরেন রিজান। 

শেষ দিকে সামিউন বসির রাতুলের ১৩ বলে ২১ ও আল আমিনের অপরাজিত ২২ বলে ২৫ রানে ভর করে ২৯২ রানে থামে বাংলাদেশের ইনিংস। ইংল্যান্ডের হয়ে মিন্টো ৬৮ রানে ৫ উইকেট নিয়েছেন।

ইংল্যান্ড ২৯৩ রানের টার্গেটে নেমে শুরুতেই ধাক্কা খায়। আল ফাহাদ ফিরিয়ে দেন ওপেনার ডওকিন্সকে। এরপর ইসাক (৭৫) ও বেনিসন (৩৬) কিছুটা লড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। 

শেষ পর্যন্ত ২০৫ রানেই থেমে যায় তাদের ইনিংস। বাংলাদেশের হয়ে রাতুল ৯ রানে ৪ উইকেট নেন। স্বাধীন শিকার করেন ২ উইকেট, এছাড়া ফাহাদ, রিজান ও আজিজুল তামিম নেন ১টি করে উইকেট।

পিএস

Wordbridge School
Link copied!