• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তামিমকে চ্যালেঞ্জ দিয়ে মুখোমুখি বসতে চাইলেন আসিফ মাহমুদ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২, ২০২৫, ০৯:১৫ এএম
তামিমকে চ্যালেঞ্জ দিয়ে মুখোমুখি বসতে চাইলেন আসিফ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে ফের চরম উত্তেজনা। মনোনয়ন প্রত্যাহার না করা প্রার্থীদের হুমকি, ভারতীয় বোর্ডে অভিযোগ এবং ‘নির্বাচনে ফিক্সিং’ মন্তব্য— সব মিলিয়ে উত্তপ্ত দেশের ক্রিকেট প্রশাসন।

বুধবার (১ অক্টোবর) বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সরাসরি অভিযোগ করে বলেন, যারা মনোনয়ন প্রত্যাহার করেননি, তাদের উদ্দেশে হুমকি এসেছে— এমন কল রেকর্ড ও ডকুমেন্ট আমাদের কাছে আছে। বলা হয়েছে, নির্বাচন করলে ছয় মাস পর দেখে নেওয়া হবে। এটা জাতীয় নির্বাচন-পরবর্তী হুমকির মতো।

তামিম ইকবাল অভিযোগ করেন, ‘মাঠের ফিক্সিং বন্ধের আগে বিসিবি নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন।’

এই বক্তব্যকে ‘ভয়ঙ্কর অসত্য’ দাবি করে উপদেষ্টা বলেন, আসলে ফিক্সিংয়ের চেষ্টা তারাই করেছে, ব্যর্থ হয়েছে বলে এখন অভিযোগ তুলছে। তামিম ইকবালের সঙ্গে বসার জন্য আমি প্রস্তুত— প্রয়োজন হলে নথিপত্র নিয়েই।

আরও বিস্ময় জাগানো এক মন্তব্যে ক্রীড়া উপদেষ্টা দাবি করেন, বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের কাছে বিসিবির বিরুদ্ধে অভিযোগ পাঠানো হয়েছে। এটি দেশের জন্য অত্যন্ত লজ্জার বিষয়।

তবে এ দাবির পক্ষে তিনি কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ প্রকাশ করেননি।

কাউন্সিলরদের বৈধতা নিয়ে বিতর্ক এবং তামিমসহ ১৬ জন প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এনএসসির গঠনতন্ত্র অনুযায়ী, কাউন্সিলর হতে হলে সর্বশেষ দুই বছর ক্লাবের সাংগঠনিক কাঠামোর সঙ্গে যুক্ত থাকতে হয়। আমরা কাউকে বাদ দিইনি, এটি আদালতের নির্দেশ। নির্বাচন ভন্ডুল করতে একটি পক্ষ সক্রিয়।

তিনি আরও বলেন, বিসিবির সাবেক সভাপতির সময় রাজনৈতিক ব্যক্তিরা কাউন্সিলর হতেন। আমরা ক্রীড়া সংগঠকদের জায়গা করে দিয়েছি।

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। এখনো এনএসসি কোটার দুই পরিচালক নির্ধারিত হয়নি। এরই মধ্যে নানা বিতর্ক, হুমকি-ধমকি এবং সংঘাতের আভাস ঘিরে প্রশ্ন উঠছে— সত্যিই কি নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে, নাকি আগেই ফল নির্ধারিত?

এম

Wordbridge School
Link copied!