• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিউজিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১০, ২০২৫, ১০:৪১ পিএম
নিউজিল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যাটে-বলে ব্যর্থতা দেখা দিল নিগার সুলতানা জ্যোতিদের।

শুক্রবার গোয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে কিউই নারী দলের বিপক্ষে ১০০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের দেওয়া ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় টাইগ্রেসদের ইনিংস। শুরু থেকেই ব্যাটিং লাইনআপে ধস নামে—দলীয় ৩০ রানের মধ্যেই চার ব্যাটার ফেরেন সাজঘরে।

ওপেনার রুবায়া হায়দার (৮) ও শারমিন আক্তার (৭) সিঙ্গেল ডিজিটের গণ্ডি পেরোতে পারেননি। তিন নম্বরে নামা সোবহানা মোস্তারিও করেন মাত্র ২ রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ফিরেছেন ৪ রানে।

একপর্যায়ে ৩৩ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর ফাহিমা খাতুন ও নাহিদা আক্তার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজন মিলে ৩৩ রানের জুটি গড়লেও ম্যাচে কোনো পরিবর্তন আনতে পারেননি। ফাহিমা সর্বোচ্চ ৩৪ রান করেন, নাহিদার সংগ্রহ ১৭। রাবেয়া খান ২৫ রান করে ইনিংসের শেষভাগে কিছুটা লড়াই করেন।

নিউজিল্যান্ডের হয়ে জেস কার ও লিয়া তাহুহু নেন ৩টি করে উইকেট।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে নিউজিল্যান্ড নারী দল। দলের হয়ে ব্রুক হালিডে করেন ৬৯ এবং অধিনায়ক সোফি ডিভাইন যোগ করেন ৬৩ রান। শেষ দিকে ম্যাডি গ্রিনের ২৮ রানে ইনিংসটি চূড়ান্ত রূপ পায়।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রাবেয়া খান—তিনি নেন ৩টি উইকেট।

দুই ম্যাচে টানা হারে পয়েন্ট তালিকার নিচের দিকে রয়েছে বাংলাদেশ নারী দল।

এম

Wordbridge School
Link copied!