• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আক্রমণের বন্যা বইয়ে দিয়ে হতাশার জয় পেল আর্জেন্টিনা


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১১, ২০২৫, ০৮:৪৩ এএম
আক্রমণের বন্যা বইয়ে দিয়ে হতাশার জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইপর্বে এক মাস আগে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। সেই ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে আলবিসেলেস্তেরা ৩-০ ব্যবধানে জিতেছিল। আজও (শনিবার) মায়ামিতে ফিফা প্রীতি ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এদিন আক্রমণের বন্যা বইয়ে দিলেও গোলের দিক থেকে তুলনামূলকভাবে হতাশই থাকতে হয়েছে স্কালোনির দলকে। ম্যাচটি শেষ হয় ১-০ ব্যবধানে আর্জেন্টিনার পক্ষে।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুরো সময় বল দখল, পাস, শট—সব দিক থেকেই আধিপত্য ছিল আর্জেন্টিনার। ম্যাচের ৭৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে স্কালোনির শিষ্যরা নেয় ১৭টি শট, যার ৯টি ছিল লক্ষ্যে। কিন্তু ভেনেজুয়েলার গোলরক্ষকের দারুণ সব সেভ এবং আর্জেন্টিনার ফরোয়ার্ডদের কিছুটা ব্যর্থতায় গোল সংখ্যা একটিতেই সীমাবদ্ধ থাকে।

আর্জেন্টিনার একমাত্র ও জয়সূচক গোলটি আসে জিওভান্নি লো সেলসোর পা থেকে। তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে গড়া দলটির খেলায় ছিল গতি ও কৌশলের মিশেল, তবে ফিনিশিংয়ে ছিল ঘাটতি।

বিপরীতে ভেনেজুয়েলা খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি। মাত্র ৫টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। গোলরক্ষকের দৃঢ়তা ছাড়া রক্ষণভাগে ভেনেজুয়েলাকে বেশ নড়বড়ে মনে হয়েছে।

এই জয় স্কালোনির দলের আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি জুগিয়েছে, যদিও সুযোগ নষ্টের হতাশা দলের মধ্যে থেকেই গেছে। সামনে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে এমন ফিনিশিং ইস্যু স্কালোনির জন্য ভাবনার কারণ হতে পারে।

এম
 

Wordbridge School
Link copied!