• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মেসির হ্যাটট্রিক, ৭ গোলের ম্যাচে প্লে-অফে মায়ামি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৯, ২০২৫, ০৮:৫১ এএম
মেসির হ্যাটট্রিক, ৭ গোলের ম্যাচে প্লে-অফে মায়ামি

এক বছর পর আবারও হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। মেজর সকার লিগের (এমএলএস) শেষ নিয়মিত মৌসুম ম্যাচে মায়ামি তার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ৫-২ গোলের জয় তুলে নিল ন্যাশভিল এসসির বিপক্ষে। এর মাধ্যমে মায়ামি ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে প্লে-অফে উঠতে সক্ষম হয়েছে।

মেসির এই হ্যাটট্রিকটি এমএলএসে তার দ্বিতীয় হ্যাটট্রিক, যা তার পেশাদার ক্যারিয়ারে ৬০তম। ২০২৪ সালের ১৯ অক্টোবরই সর্বশেষ হ্যাটট্রিকটি করেছিলেন মেসি। আজকের ম্যাচে একাধিক গোলের পাশাপাশি তিনি একটি অ্যাসিস্টও করেছেন, যা দলের জয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

এবছরের এমএলএসে সর্বোচ্চ ২৯ গোল নিয়ে গোল্ডেন বুটের দিকে এগিয়ে রয়েছেন মেসি। তার পরেই ৫ গোল পিছিয়ে আছেন ন্যাশভিলের স্যাম সারিজ এবং লস অ্যাঞ্জেলসের ডেনিস বুয়াঙ্গা, যারা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

এমএলএসের প্লে-অফে মায়ামি কি এবার মেসির নেতৃত্বে নতুন চমক সৃষ্টি করবে, সেটি দেখতে আকর্ষণীয় হবে।

Wordbridge School
Link copied!