• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২০, ২০২৫, ০৯:০০ এএম
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো

বিশ্ব ফুটবলে নতুন যুগের সূচনা করল মরক্কো। শক্তিশালী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকান দেশটি।

সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজে অনুষ্ঠিত ফাইনালে জোড়া গোল করেন তরুণ তারকা ইয়াসির জাবিরি। এই জয়ে মরক্কো শুধু নিজেদের প্রথম শিরোপা জিতেই ইতিহাস গড়েনি, বরং আর্জেন্টিনার সপ্তমবার শিরোপা জয়ের স্বপ্নও ভেঙে দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই মরক্কো আক্রমণাত্মক মনোভাব নিয়ে নামে। ১২তম মিনিটেই প্রথম গোলটি করেন প্রিমেইরা লিগে খেলা উইঙ্গার জাবিরি। এরপর ২৯ মিনিটে আবারও স্কোর করে মরক্কোর লিড দ্বিগুণ করেন এই তরুণ ফরোয়ার্ড।

বিরতির আগে দুই গোল হজম করে চাপের মুখে পড়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে একাধিকবার মরক্কোর রক্ষণভাগে আঘাত হানলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত মরক্কোর রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় কোনো গোল করতে পারেনি তারা।

এই জয়ে মরক্কো আফ্রিকার তৃতীয় দেশ হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়ের তালিকায় নাম লেখালো।

ফাইনালে জোড়া গোলসহ পুরো টুর্নামেন্টে ৫ গোল করেন ইয়াসির জাবিরি। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেও গোলসংখ্যা সমান থাকায় টাইব্রেকিং নিয়মে গোল্ডেন বুট জিততে পারেননি তিনি। তবে দুর্দান্ত নৈপুণ্যে জিতেছেন সিলভার বল।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন মরক্কোর মিডফিল্ডার ওথমান মামা। অন্যদিকে, ফাইনালের আগপর্যন্ত একটিও গোল না খাওয়া আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বার্বি পেয়েছেন গোল্ডেন গ্লাভস।

ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হলান্ডদের মতো বিশ্বসেরা তারকাদের ক্যারিয়ারে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ছিল একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এবার সেই তালিকায় নতুন নাম ইয়াসির জাবিরি। টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফরম্যান্সে তিনি ফুটবলবিশ্বে নিজের উপস্থিতি জানান দিলেন জোরালোভাবে।

এম

Wordbridge School
Link copied!