• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

২০২৮ পর্যন্ত মায়ামিতেই থাকছেন মেসি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২৪, ২০২৫, ১১:২৩ এএম
২০২৮ পর্যন্ত মায়ামিতেই থাকছেন মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ পর্যন্ত ক্লাবটিতে থাকছেন তিনি। 

ক্লাবের এক বিবৃতিতে মেসি জানিয়েছেন, ‘এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পটি চালিয়ে যেতে পেরে আমি সত্যিই খুশি। মিয়ামি ফ্রিডম পার্কের এই স্টেডিয়ামে খেলতে পারার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।

মিয়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি, তাই এখানে কাজ চালিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত।’ 

ইন্টার মায়ামির সহমালিক ও সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেছেন, মেসির নতুন চুক্তির এই সিদ্ধান্ত ‘শহর, ক্লাব এবং খেলার প্রতি তার প্রতিশ্রুতি’ ফুটিয়ে তোলে। 

এক বিবৃতিতে তিনি বলেন, ‘মেসি এখনো জিততে চান। তিনি খেলাটিকে অনেক ভালোবাসেন এবং তিনি এই দেশে খেলার জন্য অনেক কিছু করেছেন, পরবর্তী প্রজন্মের তরুণ প্রতিভাদের অনুপ্রাণিত করেছেন। মালিক হিসাবে এমন একজন খেলোয়াড়কে পাওয়া আমাদের জন্য খুব সৌভাগ্যের।’ 

২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে মায়ামিতে যোগ দেওয়ার পর দলটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন মেসি। ২০২৩ সালে দলে যোগ দেওয়ার পরই বড় ভূমিকা রাখেন তিনি লিগস কাপ জয়ে, যা ক্লাবটির প্রথম বড় ট্রফি।

এম

Wordbridge School
Link copied!