• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মার্টিনেজকে বাদ দিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৭, ২০২৫, ০৯:১৯ এএম
মার্টিনেজকে বাদ দিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

তরুণ গোলরক্ষকদের সুযোগ করে দিতে অভিজ্ঞ এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে এবার বিশ্রাম দিয়েছে আর্জেন্টিনা। নভেম্বরের আন্তর্জাতিক উইন্ডোর জন্য ঘোষিত স্কোয়াডে তাকে ছাড়াই দল সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। তবে দলের প্রাণভোমরা লিওনেল মেসি রয়েছেন আগের মতোই।

নভেম্বরের ১৪ তারিখে আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে স্পেনে হবে দলের প্রশিক্ষণ ক্যাম্প। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এই ম্যাচে দেশীয় লিগের খেলোয়াড়দের না ডাকার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। স্থানীয় ক্লাবগুলো যেন ক্ষতির মুখে না পড়ে, সেটিই ছিল মূল বিবেচনা।

স্কালোনির সঙ্গে এই সিদ্ধান্তে একমত ছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও। ফলে বোকা জুনিয়র্সের লিয়ান্দ্রো পারেদেস, রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরোসহ মার্কোস আকুনা এবার দলে নেই।

এর পরিবর্তে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ—জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ানি এবং ম্যাক্সিমো পেরোনে। এছাড়া দলে ফিরেছেন তরুণ ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কো।

২৩ বছর বয়সী ফরোয়ার্ড পানিচেল্লি বর্তমানে ফরাসি ক্লাব স্ট্রাসবুরের হয়ে খেলছেন। এই মৌসুমে লিগ ওয়ানে ১১ ম্যাচে করেছেন ৯ গোল, পাশাপাশি উয়েফা কনফারেন্স লিগের অভিষেক ম্যাচেও পেয়েছেন গোলের দেখা।

১৯ বছর বয়সী প্রেস্টিয়ানি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলেছেন আর্জেন্টিনার হয়ে। বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলা এই ফরোয়ার্ডের ঝুলিতে আছে ১৭ ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট।

২২ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে খেলছেন। বল দখল ও গোলের সুযোগ তৈরিতে দক্ষ এই তরুণকে স্কালোনি ডেকেছেন ডিফেন্সিভ মিডফিল্ডে বিকল্প হিসেবে।

এদিকে, গত মার্চে এল সালভাদরের বিপক্ষে অভিষেক হওয়া ডিফেন্ডার বার্কো এবার ফিরেছেন দলে। ফরাসি ক্লাব স্ট্রাসবুরের হয়ে এই মৌসুমে তার নামের পাশে আছে এক গোল ও চারটি অ্যাসিস্ট।

অভিজ্ঞদের মধ্যে রয়েছেন নিয়মিত মুখগুলো—রদ্রিগো ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস গঞ্জালেস, জিওভান্নি লো সেলসো এবং নিকোলাস তালিয়াফিকো। কার্ডজনিত কারণে আগের উইন্ডোতে না খেলা এনজো ফার্নান্দেজও ফিরেছেন দলে।

দিবুর অনুপস্থিতিতে গোলবার সামলাবেন জেরোনিমো রুলি ও ওয়াল্টার বেনিতেজ। তবে অধিনায়ক মেসির খেলা এখনো শতভাগ নিশ্চিত নয়।

আর্জেন্টিনার স্কোয়াড (অ্যাঙ্গোলার বিপক্ষে)

গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো

মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ

ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি।

এম

Wordbridge School
Link copied!