• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফুটবল নিয়ে মন্তব্য ইচ্ছে করেই করেছিলাম: আসিফ আকবর


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৫, ১০:৫৯ পিএম
ফুটবল নিয়ে মন্তব্য ইচ্ছে করেই করেছিলাম: আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও কণ্ঠশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, ফুটবল নিয়ে সাম্প্রতিক মন্তব্য তিনি ইচ্ছে করেই করেছিলেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ দাবির কথা বলেন।

ঢাকায় আয়োজিত ক্রিকেট সম্মেলনে ফুটবলারদের উদ্দেশে তার মন্তব্য ঘিরে ফুটবল অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বাফুফে সভাপতি এ বিষয়ে বিসিবি সভাপতির কাছে ব্যাখ্যা চান এবং পরে বিসিবি সভাপতি আনুষ্ঠানিকভাবে দুঃখও প্রকাশ করেন। তবে সংশ্লিষ্ট পরিচালক হিসেবে আসিফ আকবরকে অনুতপ্ত মনে হয়নি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভাবছিলাম ফুটবলাররা আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে। যদি খেলোয়াড়রা আলোচনা শুরু করত কিংবা মাঠ ছেড়ে যেত, সেটিই আমার উদ্দেশ্য ছিল। পরবর্তীতে সমর্থকদের বুঝাতে পেরেছি যে মন্তব্যটি সম্পূর্ণ ইচ্ছাকৃত ছিল, এবং আমি ইতোমধ্যে এ বিষয়ে দুঃখও প্রকাশ করেছি।

রংপুরবাসীর প্রত্যাশা নিয়ে কথা বলতে গিয়ে আসিফ আকবর জানান, মানুষ এখন কথার আশ্বাসে নয়, বাস্তব কাজ দেখতে চায়।

তিনি বলেন, আমি রাজনৈতিক ভাষায় কথা বলতে চাই না। যা বলি, তা করার চেষ্টা করি। খেলাধুলার জন্য বার্ষিক বর্ষপঞ্জিকা করার পরিকল্পনা চলছে, যাতে কোন খেলায় কত বাজেট এবং কখন কার্যক্রম হবে— সবকিছু স্বচ্ছভাবে জানা যাবে।

তিনি আরও জানান, বিসিবি সভাপতির লক্ষ্য দেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেওয়া। তাই বিভিন্ন জেলায় স্টেডিয়াম ও ক্রিকেট কাঠামোর অবস্থা পরিদর্শন করা হচ্ছে। শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে এবং শারীরিকভাবে আরও সক্ষম করে তুলতে বয়সভিত্তিক কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। এ ছাড়া নারীদের জন্য আলাদা বিকেএসপি প্রতিষ্ঠার ভাবনাও তুলে ধরেন বিসিবির এই পরিচালক।

ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের চিকিৎসা বিষয়ে আসিফ আকবর বলেন, রংপুরে বিসিবির আঞ্চলিক অফিস চালু হলে এখানকার ইনজুরড খেলোয়াড়দের তথ্য পাওয়া মাত্রই আমরা চিকিৎসার দায়িত্ব নিতে পারব। তবে খেলোয়াড়দের ইনজুরির তথ্য অবশ্যই বিসিবিকে জানাতে হবে।

এম

Wordbridge School
Link copied!