ছবি: সংগৃহীত
গুয়াহাটি টেস্টে ভারত যে হারতে চলেছে, তা গতকালই ধারণা করেছিলেন বেশির ভাগ ক্রিকেটপ্রেমী। ড্র করার সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। তবে রিশভ পন্তের দল শেষ পর্যন্ত সেই কঠিন কাজটি সম্পন্ন করতে পারেনি। গতকাল ২ উইকেট হারানো গৌতম গম্ভীরের শিষ্যরা আজ হারিয়েছে বাকি ৮ উইকেট। প্রোটিয়া স্পিনারদের দাপটে ভারত অল আউট হয়েছে মাত্র ১৪০ রানে। এতে ৪০৮ রানের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচ জিতে ২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ল টেম্বা বাভুমার দল।
ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা সবশেষ টেস্ট সিরিজ জিতেছিল ২০০০ সালে। হ্যান্সি ক্রনিয়ের অধীনে সেই জয়ের পর এবারই প্রথম সিরিজ জেতার স্বাদ পেল প্রোটিয়ারা। এর আগে কলকাতায় সিরিজের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সেও স্বাগতিকদের হারিয়েছিল বাভুমার দল। রানের হিসেবে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হারও এটি।
৫ উইকেটে ২৬০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসের ২৮৮ রানের লিড মিলিয়ে ভারতকে দেওয়া হয় ৫৪৯ রানের লক্ষ্য। চতুর্থ দিনের খেলা শেষে ভারত ছিল ২ উইকেটে ২৭ রানে। শেষ দিনে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৮ উইকেট, ভারতের প্রয়োজন ছিল ৫২২ রান।
টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৪১৮। সব মিলিয়ে টেস্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও ৪১৮। দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে ওই রেকর্ড পেরিয়ে আরও ১৩১ রান করতে হতো পন্তদের। শেষ পর্যন্ত সেই অসম্ভব কাজটি আর করা হলো না ভারতের। শুধু এশিয়ার মাটিতে খেলা টেস্টগুলোতে এর আগে কোনো দল ৪০০ রানও তাড়া করতে পারেনি। সর্বোচ্চ তাড়ার রেকর্ড ৩৯৫—চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ভারতের মাটিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ৩৮৭, ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিল ভারত।
২ উইকেটে ২৭ রান নিয়ে শেষ দিনের ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ভারত। দিনের শুরুতেই ফিরেছেন কুলদীপ যাদব। এরপর আর কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। ব্যতিক্রম ছিলেন রবীন্দ্র জাদেজা। প্রোটিয়া স্পিনারদের ঘূর্ণি সামলে একাই রান বাড়াতে থাকেন তিনি। ব্যক্তিগত অর্ধশতকও পূর্ণ করেন। তবে অপরপ্রান্তে সঙ্গীর অভাব ছিল। প্রোটিয়া বোলারদের তোপে কেউই ক্রিজে টিকতে পারেননি।
ধ্রুব জুরেল, নিতিশ রেড্ডিরাও দ্রুত আউট হলে ভারত শেষ পর্যন্ত থামে ১৪০ রানে। ৪০৮ রানের বিশাল জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের হয়ে ৬ উইকেট নিয়েছেন সাইমন হার্মার। গতকাল লোকেশ রাহুলকে আউট করার পর আজ আরও ৫ উইকেট নেন তিনি। কেশব মহারাজ নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন সেনুরান মুথুস্বামী ও মার্কো ইয়ানসেন।
এসএইচ







































