• ঢাকা
  • রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৬ মাঘ ১৪৩০

পৃথিবীতে হামলা চালাবে এলিয়েন, বাবা ভাঙ্গার আরও যে ভবিষ্যদ্বাণী


ফিচার ডেস্ক জানুয়ারি ২১, ২০২৫, ০৫:৩৮ পিএম
পৃথিবীতে হামলা চালাবে এলিয়েন, বাবা ভাঙ্গার আরও যে ভবিষ্যদ্বাণী

ঢাকা: বিদায়ী বছর ২০২৪ সালের জন্য করা বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে। সবার আগ্রহ তাই একটু বেশিই। মারা গেছেন প্রায় ২৯ বছর আগে, কিন্তু আজও তাঁর ভবিষ্যদ্বাণী কার্যকর হচ্ছে দাবি করা হয় গণমাধ্যমের খবরে। রহস্যময় অন্ধ এই নারীর নাম বাবা ভাঙ্গা। তিনি বুলগেরিয়ার নাগরিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, বাবা ভাঙ্গা ‘টুইন টাওয়ার’ ধ্বংস হয়ে যাওয়ার অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। পরে কাকতালীয়ভাবে তা মিলে যায় বলে দাবি করা হয়। বাবা ভাঙ্গাকে বলা হয় ‘নস্ত্রাদামুস অব বলকান।’ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান ও ব্রেক্সিটের সমস্যার কথাও তিনি আগেই বলেছিলেন বলে দাবি করা হয়।

গত বছর নিয়ে বাবা ভাঙ্গার কয়েকটি ভবিষ্যদ্বাণী মিলে গেছে। এর মধ্যে রয়েছে, জলবায়ুর আরও বিপর্যয় এবং ক্যানসার ও আলঝেইমার চিকিৎসায় নতুন মাইলফলক। 

সংবাদমাধ্যম লেডবাইবেল বলছে, ২০২৫ সাল নিয়েও বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। এই ভবিষ্যদ্বাণীগুলো হলো–

১. এ বছরও ইউরোপে যুদ্ধের ভবিষ্যদ্বাণী করে গেছেন বাবা ভাঙ্গা। একবার নয়, বারবার এই কথা উল্লেখ করেছেন তিনি। এ নিয়ে তাঁর ভাষ্য, ২০২৫ সালে ইউরোপের এই যুদ্ধ পুরো মহাদেশের মানুষের ওপরই প্রভাব ফেলবে। 

২. এ বছর এলিয়েন হামলা চালাতে পারে বলে ভবিষ্যদ্বাণী করে গেছেন বাবা ভাঙ্গা। 

৩. টেলিপ্যাথি নিয়েও বার্তা আছে বাবা ভাঙ্গার। এ বছর টেলিপ্যাথি আরও শক্তিশালী হবে বলেই ভবিষ্যদ্বাণী করে গেছেন বাবা ভাঙ্গা। তিনি বলেছেন, এ বছর মানুষের মনের খবর জানতে পারা আরও সহজ হবে।

৪. বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, এ বছর ল্যাবে মানুষের বিভিন্ন অঙ্গ বানানো যাবে। 

৫. এ ছাড়া জ্বালানির নতুন উৎস এ বছর মিলবে বলেও মত তাঁর। এটা হতে পারে নিউক্লিয়ার ফিউশন।

পৃথিবী কবে ধ্বংস হবে তা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। তাঁর মতে, ৫ হাজার ৭৯ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

তবে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কড়া সমালোচনা করেছেন। এ নিয়ে বিতর্কও আছে অনেক। কেউ বলেছেন, এসব ভিত্তিহীন। কেউ কখনও ভবিষ্যৎ বলতে পারে না। আরেকজন লিখেছেন, বাবা ভাঙ্গার কি হতাশা আর সর্বনাশ ছাড়া আর কোনো ভবিষ্যদ্বাণী নেই!

ইউআর

Wordbridge School
Link copied!