• ঢাকা
  • রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৬ মাঘ ১৪৩০

ঊরুর চাপে এক মিনিটে ৫ তরমুজ ভাঙেন এই নারী


ফিচার ডেস্ক জানুয়ারি ২২, ২০২৫, ০১:৫১ পিএম
ঊরুর চাপে এক মিনিটে ৫ তরমুজ ভাঙেন এই নারী

ঢাকা: গোজদে দোগান। তুরস্কের এই নারী এক মিনিটে ঊরুর চাপ দিয়ে পাঁচটি তরমুজ ভেঙে রেকর্ড গড়েছেন। শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ দোগানের এ কাণ্ডের একটি ভিডিও পোস্ট করেছে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, দুই সারি তরমুজের মাঝখানে বসে আছেন দোগান। সময় গণনা শুরু হওয়ার পর তিনি একটি একটি করে তরমুজ তুলে দুই ঊরুর মাঝখানে রাখছেন ও প্রচণ্ড চাপ দিয়ে সেগুলো ভেঙে ফেলছেন। একটি তরমুজ ভাঙার পর তাকে বারবার ঊরু মুছে নিতে দেখা যাচ্ছে। পরের তরমুজটি যেন পিছলে না যায়।

দোগানের সময় শেষ হওয়ার পর উপস্থিত দর্শকেরা হাততালি দিয়ে ওঠেন। দুই হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন এই নারীও।  

তিনিই এখন নারী বিভাগে এক মিনিটে ঊরুর চাপে সবচেয়ে বেশি তরমুজ ভাঙার রেকর্ডের মালিক।

গোজদে দোগান নিজেও তার তরমুজ ভেঙে ফেলার কয়েকটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি লেখেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অ্যালার্ট!! এখন আমার নামও রেকর্ড বইয়ে। আমি এখন শুধু পা দিয়ে সবচেয়ে বেশি তরমুজ ভেঙে ফেলার রেকর্ডের মালিক। দেখতে যতটা সহজ মনে হচ্ছে, এক মিনিটে এটা করা কিন্তু ততটা সহজ নয়। অনেক বেশি শক্তির প্রয়োজন। তবে আমি নিশ্চিত, যখন আবার আমন্ত্রণ পাব, তখন আমি ওই রেকর্ড ভেঙে ফেলব।’

ইউআর

Wordbridge School
Link copied!