• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যানজটের কারণে প্যারাগ্লাইডিং করে পরীক্ষার হলে কলেজ শিক্ষার্থী


ফিচার ডেস্ক ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:৫৪ পিএম
যানজটের কারণে প্যারাগ্লাইডিং করে পরীক্ষার হলে কলেজ শিক্ষার্থী

ঢাকা: শখের বশে প্যারাগ্লাইডিং করে থাকেন অনেকে। কিন্তু সম্প্রতি পরীক্ষার হলে পৌঁছাতে প্যারাগ্লাইডিংয়ের সহায়তা নিয়েছেন এক তরুণ। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ঘটনাটি মহারাষ্ট্রের সাতারা জেলার। যানজটের কারণে প্যারাগ্লাইডিং করে পরীক্ষার হলে যান এক কলেজ শিক্ষার্থী। ঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর অনন্য রুট বেছে নেন তিনি। 

কলেজ পড়ুয়া ওই তরুণের নাম সামার্থ মহাগাড়ে। মহারাষ্ট্রের ওয়াই তালুকার পাসারানি গ্রামের বাসিন্দা তিনি। পরীক্ষার আগের দিন ব্যক্তিগত কাজে পঞ্চগনি গিয়েছিলেন। সেখান থেকে সরাসরি পরীক্ষাকেন্দ্রে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু রাস্তায় ব্যাপক যানজটের মধ্যে পড়েন তিনি। অগত্যা আকাশ পথ বেছে নেন। প্যারাগ্লাইডিং করে পৌঁছান পরীক্ষাকেন্দ্রে।  

পঞ্চগনির অ্যাডভেঞ্চার স্পোর্টসে দক্ষ গোবিন্দ ইয়াওয়ালে ও তাঁর টিম জিপি অ্যাডভেঞ্চার সামার্থের প্যারাগ্লাইডিংয়ের সমস্ত ব্যবস্থা করে। কলেজের সামনে ঠিকঠাক অবতরণে সহায়তা করে দলটি। 

সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল ওই ঘটনার ভিডিও। এ ঘটনা সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনার ঝড় তোলে। কেউ কেউ এই অভিনব পন্থার প্রশংসা করলেও অনেকে আবার একে ভাইরাল হওয়ার প্রচেষ্টা বলে সমালোচনা করেন। 
 

ইউআর

Wordbridge School
Link copied!