• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তাপমাত্রা ১১ ডিগ্রিতে 

ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাঁপছে দিনাজপুর


নিজস্ব প্রতিবেদক:  জানুয়ারি ২৪, ২০২৫, ০৯:২১ এএম
ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাঁপছে দিনাজপুর

দিনাজপুর: কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের জেলা দিনাজপুরে। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।  

বৃহস্পতিবার এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  

ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জবুথবু অবস্থা এ জেলার জনগণের। গ্রাম কিংবা শহর সবখানেই বেড়েছে শীতের তীব্রতা। মোটা জামাকাপড় গায়ে জড়িয়ে ঘর থেকে বের হতে দেখা গেছে কর্মজীবী মানুষদের।  

কুয়াশা থাকায় ধীর গতিতে চলাচল করছে যানবাহন। দিনের বেলায়ও জ্বালাতে হচ্ছে হেডলাইট।  

আগামী দুই-একদিন এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন।  

আইএ

Wordbridge School
Link copied!