• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাতভর বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধ, আরও কয়েকদিন ভারী বৃষ্টির আভাস


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১, ২০২৫, ০৮:৫৭ এএম
রাতভর বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধ, আরও কয়েকদিন ভারী বৃষ্টির আভাস

রাজধানী ঢাকায় টানা বৃষ্টিতে ভোর থেকে জনজীবনে নেমেছে দুর্ভোগ। মঙ্গলবার দিবাগত রাত ১টার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। বিরামহীন এই বৃষ্টিতে নিউ মার্কেট, পল্টন, রামপুরা, কাকরাইল, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

পানিতে আটকে পড়ে সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে যায় অনেক স্থানে, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। সরকারি ছুটির দিনেও সড়কে যানজটের চাপ বাড়তে দেখা গেছে।

এর আগে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) জানিয়েছিল, দেশের ওপর ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় “প্রবাহ”। এটি ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় সক্রিয় থাকবে। চলতি বছরের এটিই ১৩তম বৃষ্টিবলয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃষ্টিবলয়টি পশ্চিম, উত্তর-পশ্চিম ও দক্ষিণাঞ্চলে বেশি সক্রিয় থাকবে। বিশেষ করে ২ থেকে ৪ অক্টোবরের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এদিকে আবহাওয়া অফিস আরও জানায়, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

বৃষ্টিবলয়টি ৩০ সেপ্টেম্বর পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করেছে এবং ৬ অক্টোবর রংপুর অঞ্চল হয়ে দেশ ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে।
এম

Wordbridge School
Link copied!