• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘শক্তি’তে পরিণত


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২, ২০২৫, ০১:৪৭ পিএম
সাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘শক্তি’তে পরিণত

ঢাকা : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘শক্তিতে’ পরিণত হয়েছে। নিম্নচাপের অবস্থান বাংলাদেশ থেকে দূরে হলেও এর প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে। ইতোমধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি জানান, আজ বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ‘শক্তি’ নামে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় শক্তি আজ রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী স্থানের উপকূলের উপর দিয়ে স্থল ভাগে প্রবেশ করার আশংকা করা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার দুপুর ১২ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের বিভিন্ন জেলার উপর বজ্রসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
  
আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি নিম্নলিখিত জেলাগুলোর উপরে:


বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে বজ্রসহ সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলতেছে। চলমান এই বৃষ্টি আজ প্রায় সারাদিন অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। 
 
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের কোন-কোন জেলার উপরে হালকা বজ্রসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলতেছে। আজ দিনের বিভিন্ন সময়ে রাজশাহী বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার কোন-কোন উপজেলার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলতেছে। আজ দিনের বিভিন্ন সময়ে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় শরিয়তপুর, মাদারীপুর, গোপলাগন্জ, মুন্সিগন্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলতেছে। আজ দিনের বিভিন্ন সময়ে ঢাকা বিভাগের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। সারাদিন থেমে-থেমে একাধিকবার বৃষ্টির আশংকা করা যাচ্ছে ঢাকা শহরসহ ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে। 

আজ দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ঢাকা শহরসহ এর চার পাশের সকল জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা প্রায় শতভাগ। ঢাকা শহরের উপরে বৃষ্টি ৩ থেকে ৬ ঘন্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে।
 
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল) উপরে বজ্রসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি চলতেছে। অবশিষ্ট জেলাগুলোর উপরে বিকেল ৫ টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলতেছে। অবশিষ্ট জেলাগুলোর উপরে বিকেল ৫ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলতেছে। সিলেট ও মৌলভীবাজার জেলার উপরে বিকেল ৫ টার মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। 

রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলতেছে। অবশিষ্ট জেলাগুলোর উপরে বিকেল ৫ টার মধ্যে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

পিএস

Wordbridge School
Link copied!