• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শৈত্যপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক বার্তা দিল আবহাওয়া অফিস


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২, ২০২৫, ০৮:৪৬ পিএম
শৈত্যপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক বার্তা দিল আবহাওয়া অফিস

প্রতীকী ছবি

ডিসেম্বর মানেই বাংলাদেশের পরিচিত চিত্র-ভোরে ঘন কুয়াশা, দুপুরে নরম রোদ আর রাতে কাঁপুনি ছড়ানো শীত। এ বছরও তার ব্যতিক্রম হবে না। বরং চলতি ডিসেম্বরেই তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে। নতুন মাসের শুরুতেই এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার প্রকাশিত এক মাস মেয়াদি পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বরজুড়ে দেশে সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তাপমাত্রা সম্পর্কে পূর্বাভাসে জানানো হয়, মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে উত্তর ও পশ্চিমাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে। কোথাও কোথাও এই প্রবাহ মাঝারি মাত্রায় নামতে পারে, যেখানে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে।

মাসজুড়ে ঘন কুয়াশার প্রভাব বাড়বে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

ডিসেম্বরে দেশের বড় নদনদীগুলোর পানি প্রবাহ স্বাভাবিক থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়। শীত, কুয়াশা, লঘুচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়-সব মিলে বছরের শেষ মাসটি আবহাওয়ার দিক থেকে বেশ বৈচিত্র্যময় হতে যাচ্ছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!