• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১৩ দিনে পাঁচ ভূমিকম্প, আতঙ্কিত সবাই


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০২৫, ১২:১৩ পিএম
১৩ দিনে পাঁচ ভূমিকম্প, আতঙ্কিত সবাই

ফাইল ছবি

ঢাকা: হালকা বা বড় ধরণের ভূমিকম্পের কথা আমরা প্রায়ই শুনতে পাই। এসব ভূমিকম্প বিশ্বের বিভিন্ন এলাকায় আঘাত হানছে। তবে একই এলাকায় মাত্র ১৩ দিন পাঁচবার ভূমিকম্প সত্যি ভাবিয়ে তুলেছে সবাইকে। শুধু ভাবাচ্ছে না, আতঙ্কিতও।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৬টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভিূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১ রিখটার। 

১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে পঞ্চমবারের মতো ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে কয়েকগুন। তবে বড় ধরনের কোনো ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে গত মাসের ২১ তারিখে হওয়া ভূমিকম্পে নরসিংদীতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ক্ষতিগ্রস্ত হয় শতাধিক সরকারি-বেসরকারি স্থাপনা।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আমরা সবাই ঘুমের মধ্যে ছিলাম। হঠাৎ ঘরের খাট আসবাবপত্রসহ ঘর কাঁপছিল। পরপর কয়েকবার কেঁপে ওঠার পর বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসি। 

তারা আরও বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। এরই মধ্যে পরপর কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে তাই আমাদের মধ্যে আতঙ্কের পরিমাণটা কয়েকগুণ বেড়ে গেছে।

পিএস

Wordbridge School
Link copied!