• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উইনন্ডিজ অধিনায়কের বাউন্সারে ছক্কা হাঁকালে মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০১৮, ০৮:৪৭ পিএম
উইনন্ডিজ অধিনায়কের বাউন্সারে ছক্কা হাঁকালে মাশরাফি

ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজটি বাদ দিয়ে চলতি বছরটি দারুণ কেটেছে বাংলাদেশের। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে শেষটাও নিজেদের করে নিতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে উইনন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিকরা। তার কয়েক ঘন্টা আগে ক্যারিবীয় অধিনায়কের বাউন্সারে ছক্কা হাঁকিয়ে জবাবও দিয়েছেন নড়াইল এক্সপ্রেস।  

দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয় পেসের ঝড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপই দিশেহারা! ৭ উইকেট হাতে রেখেও শেষ ১০ ওভারে সুবিধাই করতে পারেনি স্বাগতিক দল। শেষ ৫ ওভারে তুলেছে মাত্র ২৬ রান! ক্যারিবীয় পেসারদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা জবুথবু, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েলের কথাটা একদমই পছন্দ হয়নি মাশরাফির।

পাল্টা জবাবে বাংলাদেশ অধিনায়ক  বলেন, ‘ওদের পেস বোলিং আমরা দুই ম্যাচেই সামাল দিয়েছি। এটা ঠিক শুরুতে একটা-দুইটা উইকেট পড়েছে। শেষ ম্যাচেও যদি দেখেন, মুশফিক ও তামিমকে কিন্তু ওরা পেস বোলিং দিয়ে খুব একটা ভোগাতে পারেনি। রিয়াদকেও না। ইনিংসের শুরুতে হয়তো কিছুটা হতে পারে, এটা স্বাভাবিক। সাকিবও খুব আরামসেই খেলেছে। শটও খেলছে। আমার মনে হয় না, খুব একটা কিছু করতে পেরেছে ওদের পেসাররা।’

মাশরাফি বলেন, ‘তামিম যদি সে সময় আউট না হতো, চিত্রটা ভিন্ন হতো। সাকিব যদি শেষ তিন ওভারের দুই ওভার ব্যাটিং করতে পারত, ও আরও ২০টা রান তুলত। যদি আমরা ঠিকমতো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, কোনো সমস্যা হবে না। পেসের জন্য সমস্যা হয়েছে, এমন না। তবে বাড়তি গতির পেস অবশ্যই সমস্যা। এ ক্ষেত্রে শুধু আমাদের দলের দোষ দিয়ে লাভ হবে না। পৃথিবীর সব ব্যাটসম্যানের জন্যই তা অস্বস্তিকর। কীভাবে সেই বোলারকে সামাল দিচ্ছেন, সেটা গুরুত্বপূর্ণ।’

তৃতীয় ও শেষ ওয়ানডের আগে সিলেটে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘জয় দিয়ে শেষ করতে পারলে খুব ভালো হবে, খুবই ভালো লাগবে। প্রথম ওয়ানডের পর আমি বলেছিলাম, বছরে জয়ের যে হার তাতে জিততে পারলে খুব ভালো হবে। বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজে অল্পের জন্য হেরে গিয়েছি। কাজেই বছরের শেষটা যদি ভালোভাবে করে পারি তাহলে দলের জন্য ভালো হবে।’

বাংলাদেশের ক্রিকেটে এক বিরল রেকর্ডের মালিক হতে যাচ্ছেন মাশরাফি। তৃতীয় ওয়ানডেতে টস করতে নামলেই বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়বেন ম্যাশ। এমন বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে বেশ রোমাঞ্চিত ম্যাশ, ‘এটা আমার এবং পরিবারের জন্য খুব গর্বের। বাংলাদেশ দলকে অনেক সময় ধরে নেতৃত্ব দিতে পেরেছি। এমন ভালো লাগার অনুভূতি আর কিছু হতে পারে না। কাল যদি মাঠে নামতে পারি তাহলে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি অধিনায়কত্ব করার সুযোগ হবে। এটা অবশ্যই আমার জন্য ভালো অনুভূতির ব্যাপার।’

এমন গর্বের মাঝেও বাংলাদেশ দলের সদস্য হয়ে থাকাটা আরও বেশি গুরুত্বপূর্ণ বলে জানান মাশরাফি, ‘আমার কাছে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, এই দলে ১১ জনের একজন হয়ে থাকা। বাংলাদেশ ক্রিকেট দলের একজন সদস্য হয়ে থাকা সত্যিকার অর্থেই আমার জন্য গর্বের।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!