• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল


কুমিল্লা প্রতিনিধি আগস্ট ১২, ২০২০, ০৯:২৪ এএম
ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

কুমিল্লা : কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ফরহাদ হোসেন ফকির। 

স্থানীয়রা জানান, কুমিল্লার চান্দিনা উপজেলা ছাত্রলীগের এক নেতা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন ফকিরের ইয়াবা সেবনের একটি ভিডিও ও ছবি আপলোড করেন। এরপরই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে ফরহাদকে ইয়াবা সেবন করতে দেখা যাচ্ছে। 

এ বিষয়ে ফরহাদ হোসেন ফকির বলেন, ‘এগুলো দুই বছর আগের ভিডিও ও ছবি। গত উপজেলা পরিষদ নির্বাচনের সময় এগুলো ভাইরাল করার চেষ্টা হয়েছিল।  যার কাছে এ ছবি ও ভিডিও ছিল, তখন তাকে অনুরোধ করে ঠেকানো হয়। এখন কেন এটি দিলো বুঝতে পারছি না।’

তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। আমি এখন আর এসবের (ইয়াবা সেবন) সঙ্গে নেই। সংশোধন হয়ে জনগণের জন্য কাজ করছি। তিতাসে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের প্রতিপক্ষ এই কাজ করেছে।’

এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার জানা, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।

তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, ‘‌বিষয়টি আমি শুনেছি এবং দেখেছি। এ নিয়ে মন্ত্রণালয় তদন্ত করবে।’

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!