• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তূর্ণার মাস্টারকে দায়ী করলেন রেলমন্ত্রী


সোনালীনিউজ ডেস্ক নভেম্বর ১২, ২০১৯, ০১:৪৭ পিএম
তূর্ণার মাস্টারকে দায়ী করলেন রেলমন্ত্রী

ঢাকা : ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায় ট্রেন দুর্ঘটনার বিষয়ে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, তূর্ণা নিশীথা ট্রেনের মাস্টার সিগন্যাল ভঙ্গ করেছেন।  বিস্তারিত জানার জন্য জেলা প্রশাসন ও রেলপথ মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের রেলমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, নিহতের পরিবারের ক্ষতি টাকা দিয়ে পূরণ সম্ভব নয়। তবু রেলপথ মন্ত্রণালয় থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে।

রেলমন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে তূর্ণা নিশীথার লোকোমোটিভ মাস্টার, সহকারী মাস্টার ও পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখানে উদয়নের কোনো ত্রুটি ছিল না।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!