• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথে হাঁটছেন সাদমান


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৩০, ২০১৮, ০৩:০০ পিএম
ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির পথে হাঁটছেন সাদমান

ঢাকা : গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছেন। তাই তাঁর দিকে একটা চোখ ছিলই সবসময়ই। সাদমান ইসলাম অভিষেকে ফিফটি তুলে নিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন। জীবনের প্রথম ফিফটিটাকে তিনি সেঞ্চুরিতে রুপান্তরিত করতে পারেন কিনা এখন সেটাই দেখার। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ৪৭ ওভারে ২ উইকেটে ১২৪ রান তুলেছে। সাদমান (৬০) ও মোহাম্মদ মিঠুন (১৮)রান নিয়ে ব্যাট করছেন।

এদিন বাংলাদেশের ক্রিকেটে নজিরবিহীন ঘটনাই ঘটেছে। কোনো পেসার ছাড়াই খেলছে বাংলাদেশ দল পেস বোলার ছাড়া বাংলাদেশের খেলার এটি প্রথম ঘটনা। আর এ কারণেই এই টেস্টটি ইতিহাসের অংশ হয়ে গেল। যেখানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

সৌম্য সরকার আর এই ম্যাচেই অভিষিক্ত সাদমান ইসলাম বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন। আগের টেস্টে ব্যর্থ সৌম্য সরকার চেষ্টা করে গেলেন নিজের ব্যাটিংয়ে টেস্ট মেজাজ ফিরিয়ে আনার। কিছুটা সফলও হলেন। রোস্টন চেজের বলে শাই হোপকে ক্যাচ তুলে দেওয়ার আগে ৪২ বল খেলেছেন। রান ১৯। বাউন্ডারি বা ছয় কোনোটিই নেই। বোঝাই যাচ্ছে, সৌম্য আস্তে আস্তে মারমার ব্যাটিং থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।

৪২ রানে সৌম্যর বিদায়ের পর দলীয় ৮৭ রানে গিয়ে ব্যক্তিগত ২৯ রানে আউট হন মুমিনুল হক। ৪৬ বলে দুই বাউন্ডারির সাহায্যে এই রান করেন তিনি। এই টেস্টে মুমিনুলের সামনে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল। তবে সেই সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করতে পারলেই তিনি চলতি বছরে পাঁচ সেঞ্চুরি গর্বিত মালিক হবেন। আর টানা তিন টেস্টে সেঞ্চুরির সুবাদে ছুঁয়ে ফেলবেন তামিম ইকবালকে। বাংলাদেশের একমাত্র তামিমেরই যে টানা তিন টেস্টে সেঞ্চুরি রয়েছে।

মিরপুরে কোনো পেসার না রাখার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে চট্টগ্রাম টেস্ট।  ক্যারিবীয়দের সব কটি উইকেটই গিয়েছিল স্পিনারদের দখলে। ২০ উইকেটের মধ্যে দুই ইনিংস মিলিয়ে সাকিব নেন ৫টি, নাঈম ৫টি, তাইজুল ৭টি আর মিরাজ ৩টি। মিরপুরে টিম ম্যানেজম্যান্টের চাওয়া অনুযায়ী পেসার বাদ দিয়ে বাড়তি ব্যাটসম্যান নেওয়া হয়েছে। তিনি লিটন দাস।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!