• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
বেশ কয়েকজন নেতাকর্মী আহত

ফের মওদুদের গাড়িবহর ও এ্যানীর ওপর হামলা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৪, ২০১৮, ০১:৪৪ পিএম
ফের মওদুদের গাড়িবহর ও এ্যানীর ওপর হামলা

ঢাকা: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও লক্ষ্মীপুরে ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর গাড়িবহরে ফের হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন যুবদল, ছাত্রদল ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে নোয়াখালী প্রতিনিধি জানান- জেলার কোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গাড়িবহরে আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তিন বিএনপি কর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন-আফসার, বেলায়েত হোসেন ও রাকিব। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৪ডিসেম্বর ২০১৮ )  সকালে উপজেলার চরকাকড়া ইউনিয়নের নতুনবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়।

মওদুদের ব্যক্তিগত সহকারী মোমিনুর রহমান সুজন জানান, কোম্পানীগঞ্জের মানিকপুর নিজ গ্রাম থেকে পেসকারহাট, রামপুর মুসাপুর ইউনিয়নে গণসংযোগে যাচ্ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। এ সময় আওয়ামী লীগের সমর্থকরা লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় দুটি গড়িতে ভাঙচুর করেন তারা। এতে বিএনপির তিন কর্মী আহত হয়েছেন।

এদিকে এ ঘটনায় কোম্পনীগঞ্জের মানিকপুর নিজ গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকেছেন মওদুদ আহমদ। অন্যদিকে নোয়াখালী  জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এ হামলার ঘটনা অস্বীকার করে বলেন, জনপ্রিয়তা না থাকায় নিজেরাই এ হামলার ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের দোষ দিচ্ছেন। এর প্রতিবাদে কোম্পানীগঞ্জের পার্টি অফিসে সংবাদ সম্মেলনের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ।

অন্যদিকে সোনালীনিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ওপর হামলা ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন যুবদল, ছাত্রদল ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী।

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এ হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, এ্যানীসহ আহতদের চিকিৎসা চলছে। এ্যানীকে এক্সরেসহ কয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!