• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যারিস্টার রফিকের অবস্থা গুরুতর, নেয়া হচ্ছে সিঙ্গাপুর


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৮, ২০১৯, ০৩:১৮ পিএম
ব্যারিস্টার রফিকের অবস্থা গুরুতর, নেয়া হচ্ছে সিঙ্গাপুর

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য আজ বৃহস্পতিবার তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ((১৮ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার মেরুদন্ডে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার রফিকুলের একান্ত সহকারী মোকছেদুর রহমান আবির।

তিনি জানান, ‘স্যারের (ব্যারিস্টার রফিক) সঙ্গে তার সহধর্মিনী ড. শাহেদা রফিক ও তার দুই ছেলে যাবেন। সেখানে নিউরো সার্জন অধ্যাপক ওয়াং হি কিট-এর অধীনে স্যারের মেরুদন্ডে অস্ত্রোপচার করা হবে।’

এর আগে অসুস্থ হয়ে ৩ জুলাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সেখানে তিনি নিউরো সার্জন অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক শফিকুল আলমের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালে তার এমআরআই সম্পন্ন হয়েছে। পরে চিকিৎসকরা তার মেরুদন্ডে অস্ত্রোপচারের পরামর্শ দেন। ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা সিঙ্গাপুরে যাওয়ার সুপারিশ করেছেন।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!