• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুশফিকের কথাই নতুন করে বললেন নাফীস


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০১৯, ০৯:২৪ পিএম
মুশফিকের কথাই নতুন করে বললেন নাফীস

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ব্যাটসম্যানরা বিপিএলে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। বোলাররা তাদের কাজ ঠিকঠাক করে গেলেও ব্যাটসম্যানরা পারছেন না। এর কারণ কী? কিছু দিন আগে এর ব্যাখ্যায় মুশফিকুর রহিম জানিয়েছিলেন, ক্রিকেটের ছোট সংস্করণে বাংলাদেশের ক্রিকেটাররা সুযোগ পায় না বললেই চলে। জাতীয় দলের ক্রিকেটাররা পেলেও স্থানীয়দের সেই সুযোগ নেই। তাই মুশফিক দাবি করেছিলেন, বিপিএল শুরু হওয়ার আগে শুধু স্থানীয়দের নিয়ে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের।

খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে মুশফিকের কথাটাই বললেন শাহরিয়ার নাফীস, ‘আমরা জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা বিপিএলের বাইরে একটা আলাদা টি-টোয়েন্টি টুর্নামেন্টের অভাব খুব বেশি করে অনুভব করছি। এতে করে যেটি হবে সেটি হচ্ছে আমরা টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে পরিচিত থাকব। এর জন্য যে কৌশলের দরকার সেটি আয়ত্ত করতে পারব। সেই সঙ্গে আমাদের শক্তি ও দুর্বলতার ব্যাপারে আমরা একটা ধারণা পাব। পাশাপাশি খেলার মধ্যে থাকলে তো পুরো বিষয়টাই সহজ হয়ে যায়।’

সেই টুর্নামেন্টটা বিসিবি কখন আয়োজন করতে পারে, সেটিও বলেছেন নাফীস, ‘আমি মনে করি জাতীয় লিগের সঙ্গে নয়তো বিসিএলের সঙ্গে অথবা প্রিমিয়ার লিগের সঙ্গে সেটি আয়োজন করা যেতে পারে। বিশেষ করে এটি জাতীয় লিগকে টার্গেট করে আয়োজন করা যেতে পারে। এতে করে মোট ১২০ জন স্থানীয় ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ঝালাই করে নিতে পারবে।’

বিপিএল নিয়ে নাফীসের কন্ঠে ঝরে পড়েছে আক্ষেপ, ‘বিপিএল টুর্নামেন্টটা কিন্তু করাই হয়েছিল বাংলাদেশি ক্রিকেটারদের উন্নতির লক্ষ্যে। এটির ছয়টি আসর হয়ে গেল। কিন্তু এ থেকে প্রাপ্তি আমাদের খুবই কম। প্রায় সব আসরেই বাইরের টি-টোয়েন্টি তারকারা এসে পারফর্ম করে যাচ্ছে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!