• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাকিব-তামিমদের আন্দোলন ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্র


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২২, ২০১৯, ০৩:৫৯ পিএম
সাকিব-তামিমদের আন্দোলন ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্র

ঢাকা : বাংলাদেশের ক্রিকেটাররা বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন। ফলে সব ধরনের ক্রিকেট থেকে বিরত রয়েছেন তারা। পরিপ্রেক্ষিতে সাংবাদমাধ্যমের সামনে ব্রিফিং করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, সাকিব-তামিমদের আচরণে আমরা অসন্তুষ্ট নয়। এটা মোটেও কাম্য নয়। আমরা এসব বিষয়ে কিছুই জানি না। তারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারত। তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। অতীতে তাদের সব চাওয়া আমরা পূরণ করেছি।

তিনি আরো বলেন, আমাদের না জানিয়ে হঠাৎ খেলা বন্ধ করে দেয়া একটা চক্রান্ত।জিম্বাবুয়ের মতো বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বে নিষিদ্ধ করার ষড়যন্ত্র চলছে।কারা এর সঙ্গে জড়িত আমরা তা জানি। তাদের খুঁজে বের করা হবে।

বিসিবি বস বলেন, দেশের ক্রিকেটের ইমেজ চেষ্টার লক্ষ্যে ছিল ক্রিকেটারদের। যেখানে তারা সফল হয়েছেন বলে মনে করেন পাপন। তিনি বলেন, ‘তাদের লক্ষ্যে ছিল ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করা। আমার মনে হয় তারা সেখানে সফল হয়েছে।’ 

ষড়যন্ত্র সম্পর্কে সবাই জানে না বলে মনে করে তিনি বলেন, ‘যে জিনিস ওরা চাইলেই পাবে তারা কেন আমাদের কাছে চাইছে না। এটা গভীর ষড়যন্ত্র। সবাই জেনে শুনে এসব করছে না। দুই-একজন থাকতে পারে। আমাদের খুঁজে বের করতে হবে। আমরা তাদের চিনি। তারা দেশের ক্রিকেট ধ্বংস করতে চায়। আমি আপনাদের কাছে তাদের খুঁজে বের করার জন্য সময় চাই। তারা না খেললে আমি কি করতে পারি। তাতে তাদের লাভ কি?’

পাপন আরও বলেন, ‘আমার ধারণা যে ক্রিকেটাররা আছে তাদের সবাই দেশকে ভালবাসে। ৯৯ ভাগ ক্রিকেটকে অত্যন্ত ভালবাসে। আপনাদের মধ্যেও আছে। দেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র চলছে। যাতে করে জিম্বাবুয়ের মতো ব্যান করা হয়।’

সবাই দেশকে ভালোবাসে বলে মনে করেন তিনি। সঙ্গে জানিয়েছেন দেশের ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনি আরও বলেন, ‘তারা দাবির জন্য আমাদের কাছে আসেনি, তারা আসবেও না, ফোন ধরে না। এটা পূর্ব পরিকল্পিত। তারা আমাদের কথা শোনার আগেই বয়কট করলো। এটা পরিকল্পনার অংশ।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!