• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাত জেলায় সড়কে ঝরল ১৩ প্রাণ


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০১৯, ০৫:১৭ পিএম
সাত জেলায় সড়কে ঝরল ১৩ প্রাণ

দেশের সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। রবিবার (২৮ এপ্রিল) ঢাকা, চাঁদপুর, নাটোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নাওগাঁ, লক্ষ্মীপুরে এ সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। সোনালীনিউজের প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত।

নওগাঁ : জেলায় মোটরসাইকেলের ধাক্কায় মাহবুল আলম নামে এক ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নওগাঁ-সান্তাহার রোডে শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

মাহবুল আলম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বড়মহেষপুর গ্রামের আজগর আলীর ছেলে এবং জয়পুরহাট জেলার ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন।

নওগাঁ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ কে এম মোরশেদ বলেন, মাহবুল আলম পরিবার নিয়ে শহরের পার-নওগাঁয় ভাড়া থাকতেন। শনিবার রাতে সহকর্মীদের সঙ্গে দেখা করার জন্য ফায়ার সার্ভিস স্টেশনে আসছিলেন।

নাটোর : জেলায় বাস চাপায় বাদল হোসেন (৩৮) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। রবিবার বেলা ১২টায় নাটোর-রাজশাহী মহাসড়কের পিটিআই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল হোসেন সদর উপজেলার রামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, বেলা ১২টার দিকে বাদল নিজের ইজিবাইকে একটি ছাগল নিয়ে বিক্রির উদ্দেশে শহরের তেবাড়িয়া হাটে যাচ্ছিলেন।

চুয়াডাঙ্গা : জেলার চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের ভালাইপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক শান্তি (৩০) নিহত হয়েছে। রবিবার সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন- কামাল হোসেন (৪০) ও সামিরা (১৬)।

যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ আলী জানান, যাত্রাবাড়ীর ধলপুরে কমিউনিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানটি পথচারীদের চাপা দেয়। এতে এক নারীসহ দুই পথচারী ঘটনাস্থলেই মারা যান।

চাঁদপুর : জেলার শাহারাস্তিতে রোববার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে কাটরতলা বাজার নামক স্থানে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা ৬ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন ৫ জন।

শাহারাস্তি উপজেলা চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, আমি দুর্ঘটনার খবর পেয়েছি। এটা খুব দুঃখ জনক। সড়কের উপরে সরকারের আরো কঠোর হওয়া উচিত বলে আমি করি।

ঝিনাইদহ : জেলার শৈলকুপায় যাত্রীবাহী বাসের চাপায় ইয়াসিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে উপজেলার মদনডাংগা শ্রীরামপুর নামক এলাকায় এদুর্ঘটনা ঘটে। ইয়াসিন শৈলকুপা উপজেলার চরপাড়া গ্রামে মোহাম্মাদ আলীর ছেলে। এঘটনায় পুলিশ ঘাতক বাসটি ধরতে পারেনি।

লক্ষ্মীপুর : জেলায় পিকআপভ্যানের চাপায় ইয়াসিন আরাফাত (৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে গাড়ি ভাঙচুর ও লক্ষ্মীপুর-ভোলা মজুচৌধুরীর হাট সড়ক দুই ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী।

রোববার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-ভোলা মজু চৌধুরীর হাট সড়কের হামিদ মিয়াজী দাখিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!