• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুনীলদের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৩, ২০১৯, ০৯:১৯ পিএম
সুনীলদের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ

ঢাকা: কাতারের বিরুদ্ধে ভারতের তারকা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর ‘চিনের প্রাচীর’ হয়ে ওঠা দেখে ফুটছেন আশরাফুল ইসলাম রানা। গুরপ্রীতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে চান বাংলাদেশ রক্ষণের শেষ প্রহরী। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। সে দিন দু’ দেশের গোলকিপারের কাছেই অগ্নিপরীক্ষা। 

সেই ম্যাচের বল গড়ানোর আগেই প্রতিদ্বন্দ্বী দেশের গোলকিপারের প্রতি প্রশংসা-শ্রদ্ধা উজাড় করে দিয়ে রানা বলছেন, ‘ভারত-কাতার ম্যাচটা খুব ভাল করে দেখেছি। সেদিন গুরপ্রীত অসাধারণ খেলেছিল। দিনটা সব অর্থেই ছিল ওর। দারুণ পজিশন জ্ঞানের পরিচয় দিয়েছিল। কাতারের একের পর এক আক্রমণ গুরপ্রীতের হাতে এসে থেমে গিয়েছিল সে দিন। দুটো উইং থেকে যে বলগুলো ভাসানো হয়েছিল, সে গুলোও অসাধারণ দক্ষতায় বাঁচিয়েছিল গুরপ্রীত। বলতে পারেন গুরপ্রীতের খেলা দেখে আমি অনুপ্রাণিত।’

বাংলাদেশের ইংরেজ কোচ জেমি ডে শেষ মুহূর্তের তুলির টান দিচ্ছেন। এই শহরের আবহাওয়ার সঙ্গে পরিচিত হওয়ার জন্য অনেক আগেই জামাল ভুঁইয়া-রানারা চলে এসেছেন । ভারতের দীঘল চেহারার গোলকিপার যেমন চিন্তা বাড়িয়েছেন বাংলাদেশের, তেমনই চিন্তা থাকছে সুনীল ছেত্রীকে নিয়েও। তাঁকে থামানোর ঘুঁটি সাজানোর কাজ শুরু করে দিয়েছেন জেমি। যুবভারতীর সবুজ গালচেতে রানার পরীক্ষা নেবেন ভারত অধিনায়কও। পরিস্থিতির জন্য তৈরি বাংলাদেশের গোলকিপার। তিনি বলছিলেন, ‘সুনীল ছেত্রী দলে ফিরছে। তবে শুধু সুনীল নয়, ভারতের আরও কয়েক জন ফুটবলার রয়েছে, যাদের জন্য আমরা তৈরি হচ্ছি।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএ্‌ইচ

Wordbridge School
Link copied!