• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে ড্রোন হামলা বন্ধের ঘোষণা হুথিদের


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০১৯, ০২:২৫ পিএম
সৌদি আরবে ড্রোন হামলা বন্ধের ঘোষণা হুথিদের

ঢাকা : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করার ঘোষণা দিয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে হুথিদের সর্বোচ্চ রাজনৈতিক কাউন্সিলের প্রধান মাহদি আল মাসাত এই ঘোষণা দিয়েছেন।

হুথি বিদ্রোহীদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনে মাসাত বলেন, সৌদি জোট ইয়েমেনে হামলা বন্ধ করলে তারাও আর কোন ধরনের হামলা চালাবে না সৌদি আরবে। হুথি নেতা বলেন, ইয়েমেনে চলমান যুদ্ধ কোনও পক্ষই লাভবান হবে না। তবে সৌদি আরব এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে নিতে ব্যর্থ হলে প্রত্যাঘাতের জন্য তারা প্রস্তুত রয়েছেন বলেও জানান হুথি নেতা।

১৪ই সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানোর দায় স্বীকার করার পর এ ঘোষণা দিল হুথি বিদ্রোহীরা। হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ঘোষণা বিষয়ে তাৎক্ষনিক কোনও মন্তব্য করেনি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!