• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হারে শুরু বাংলাদেশের ইমার্জিং কাপ মিশন


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০১৮, ০৭:২৬ পিএম
হারে শুরু বাংলাদেশের ইমার্জিং কাপ মিশন

ছবি: সংগৃহীত

ঢাকা: হার দিয়ে ইমার্জিং এশিয়া কাপের মিশন শুরু করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৯৭ রানে হেরেছে সোহান-মোসাদ্দেকরা।

পাকিস্তানের করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৪ ওভারে ২৬৭ রানে অলআউট হয় সংযুক্ত আরব আমিরাত। আশফাক আহমেদ ৯৮ ও গুলাম সাব্বের ৫২ রান করেন। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলামের ৫৫ রানে ৪ উইকেট নেন।

জবাবে ৩৬ দশমিক ৫ ওভারে ১৭০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মিজানুর রহমান। এছাড়া শফিউল ইসলাম ৩২ ও শরিফুল ইসলাম ৩১ রান করেন।

শুক্রবার হংকং-এর বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!